আচমকাই সবুজ-মেরুন ছাড়লেন হাবাস, কারণ ঘিরে জল্পনা

আচমকাই সবুজ-মেরুন ছাড়লেন হাবাস, কারণ ঘিরে জল্পনা

স্পোর্টস ডেস্ক: ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন কোচ আন্তোনিও হাবাস লোপেজ। শনিবার এটিকে মোহনবাগানের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। শেষ চার ম্যাচে একটিও জিততে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। প্লে অফে যাওয়া নিয়েও চিন্তায় ছিলেন হাবাস। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোচ থাকছেন না। এ বারের আইএসএল-এ প্রথম দুই ম্যাচে জিতে শুরু করেছিল মোহনবাগান। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে সমর্থকদের মুখে হাসিও ফুটিয়েছিল তারা। কিন্তু শেষ চার ম্যাচে এসেছে মাত্র দুই পয়েন্ট। সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা অন্তবর্তীকালীন কোচ হলেন। তিনিই আপাতত মোহনবাগানের দায়িত্ব সামলাবেন।

 

আইএসএলের ইতিহাসের সফলতম কোচ হিসেবে উঠে আসে আন্তোনিও হাবাস লোপেজের নাম। এবার এটিকে মোহনবাগানের দায়িত্বে থাকা হাবাসই এবারের আইএসএলের মাঝপথে বিদায় জানালেন। আর এই সিদ্ধান্তে হতচকিত গোটা ভারতীয় ফুটবল মহল। তবে এই সিদ্ধান্ত নিয়ে অবাকই হয়েছেন সমর্থক তথা ফুটবলপ্রেমীরা। ২০১৯-২০ মরশুমে এটিকের কোচ হিসেবে বিজয়ী, তার পরের মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে রানার্স আপ – স্বভাবতই হাবাসের দাপট ছিল তুঙ্গে। কিন্তু এই বছর প্রথম দুই ম্যাচ জিতেও যেভাবে পরপর চার ম্যাচে দুটি হার ও দুটি ড্র হজম করতে হল, তার জেরে এই পদত্যাগ, মানছেন অনেকেই। ভারতীয় ফুটবল মহল মনে করছে, না জেতার এই ধারা মেনে নিতে পারছেন না স্প্যানিশ কোচ, আর সেই কারণে এই পদত্যাগ। যদিও সমর্থক তথা বিশ্লেষকরা মনে করেন, কোচের পদত্যাগের চেয়ে একজন ভালো ডিফেন্ডারকে সই করালে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারত এটিকে মোহনবাগান। সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত এখনও পায়নি সবুজ-মেরুণ ব্রিগেড, যার জেরে গত চার ম্যাচে ১১ গোল হজম করতে হয়েছে এটিকে মোহনবাগানকে।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

 

জানা গিয়েছে, বেঙ্গালুরু এফসি ম্যাচের পর কোচ আন্তোনিও হাবাস এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে দায়িত্ব ছাড়ার জন্য আবেদন করেছিলেন। আর এই নিয়ে শনিবার খেলোয়াড়দের ও সাপোর্ট স্টাফদের সঙ্গে বৈঠকে বসে গোটা টিম ম্যানেজমেন্ট। আর সেখানে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটিকে মোহনবাগান থেকে বিদায় নিলেন আইএসএলের সর্বকালের সেরা কোচ। আর এর জেরে আপাতত সবুজ-মেরুণ ব্রিগেডের দায়িত্ব নেবেন সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসালেনা। হাবাসের পরবর্তী কোচ কে হবেন সে বিষয়ে এখনও কিছু বলেনি এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হাবাসের পদত্যাগের ফলে দলের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কিনা সেটাই দেখার বিষয়! 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait