জাতীয় লোক আদালত দিবসে নিস্পত্তি হল মামলাগুলি

জাতীয় লোক আদালত দিবসে নিস্পত্তি হল মামলাগুলি

সুরজিৎ আঁকুড়ে: গত ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এছাড়াও ইউনাইটেড  ন্যাশনস্ (U N) ঘোষিত প্রথম মহিলা বিচারক দিবস।  বলাবাহুল্য নারীর ক্ষমতা এবং NALSA-র এক বিশেষ ও অন্যতম প্রকল্প। একথা মাথায় রেখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ হাওড়ার উদ্যোগে এবার ১২ মার্চ ২০২২  জাতীয় লোক আদালতের নয়টি বেঞ্চের মধ্যে একটি মহিলা বিচারকের বেঞ্চ বসে। সেখানে প্রধান বিচারক হিসাবে ছিলেন সুপর্ণা বন্দ্যোপাধ্যায় (অতিরিক্ত দায়রা ও ফৌজদারী , ফাস্ট ট্র্যাক দ্বিতীয় আদালত হাওড়া)। এর পাশপাশি সদস্য বিচারক হিসাবে উপস্থিত ছিলেন সোমা নন্দী (মহিলা আইনজীবী) এবং শেলী দে (পণ্ডিত ) - বাণিজ্য বিভাগীয় প্রধান, বিজয়কৃষ্ণ মহিলা মহাবিদ্যালয়।


এই বেঞ্চের প্রধান বিষয়বস্ত ছিলো, মোটর দুর্ঘটনার দাবীর মামলা । এই বেঞ্চে  মোটর দুর্ঘটনা ও অন্যান্য মামলা মিলিয়ে মোট ১৬৪১ টি হাওড়া  সদর সহ মহকুমা আইনী পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান হয়েছে । ওইদিন  মামলায় প্রাপ্ত অর্থ ৪,২৬,৭৫,০৪৪ টাকা ॥

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait