MedStudies সংস্থায় মাধ্যমিক পাশেই মিলবে চাকরি,  বিস্তারিত জেনে নিন

MedStudies সংস্থায় মাধ্যমিক পাশেই মিলবে চাকরি, বিস্তারিত জেনে নিন

"MedStudies”একটি ISO প্রত্যয়িত সংস্থা। এই সংস্থা সারা বিশ্ব জুড়ে চিকিৎসা প্রার্থীদের নিয়োগ করে চলেছে। এমনকি  এশিয়া এবং পূর্ব ইউরোপের সুখ্যাত নাম করা  বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা প্রার্থীদের ভর্তি করাই এদের প্রধান লক্ষ্য। শুধুমাত্র  নার্সিং কোর্স নয় এখানে রয়েছে প্যারামেডিক্যাল কোর্সও।  "রুদ্রম নার্সিং  ডিভিশন এবং সেন্ট জন অ্যম্বুলেন্স ইন্ডিয়ার উদ্যোগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ছেলে ও মেয়েরা এককভাবে কাজ করতে পারে এবং কাজ শিখতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই এমনই উদ্যোগ নিয়েছে  "MedStudies" সংস্থা।

শুধু তাই নয় এখন থেকে মাধ্যমিক পাশেই নেওয়া হচ্ছে ভর্তি। ৬ মাসের কোর্সে ইন্টার্নশীপ দেওয়া হয় বিভিন্ন মাল্টিস্পেশালিটি হাসপাতাল গুলিতে। "MedStudies" সংস্থা কাজাখস্তান, ইউক্রেন, ফিলিপাইন, বাংলাদেশ এবং আরও অনেক দেশে মেডিকেলে ছাত্র ছাত্রীদের নিয়োগ করেছে। আর এখন বেশ কিছু বছর ধরে শিক্ষাগত দিকনির্দেশনা এবং পরিষেবা প্রদানকারী হিসাবে কাজ করে চলেছে এই সংস্থা এবং মেডিসিন ক্ষেত্রে বিশেষত এমবিবিএস বিদেশের জন্য ৬০০০ টিরও বেশি শিক্ষার্থীকে পরামর্শ দিয়ে এসেছে।

ADVERTISEMENT

এমনকি গত কয়েক মাসের  জন্য রাশিয়া, আর্মেনিয়া, বেলিজ, কিরগিজস্তান, কাজাখস্তান, ইউক্রেন, জর্জিয়ার বিশ্ববিদ্যালয় গুলির জন্য ভারত থেকে ৫০০ জনেরও বেশি ছাত্র ছাত্রীদের নিয়োগ করেছে MedStudies সংস্থা। রাশিয়া, কিরগিজস্তান এবং আর্মেনিয়াতেও এদের ররেজিস্ট্রার  কোম্পানি রয়েছে। এখানে যে সমস্ত পরামর্শদাতারা রয়েছেন তাদের সকলেইর বহু বছরের অভিজ্ঞতা রয়েছে।

বিদেশে এমবিবিএস-এর কাউন্সেলিং, ছাত্র ছাত্রীদের  স্কলারশিপ থেকে শুরু করে তাদের ভিসা অনুমতি, বা বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির পদ্ধতিতে কোনো রকম সমস্যা হলে সেগুলি সমাধান করার জন্যও সাহায্য প্রদান করে থাকে এই সংস্থা ।
"MedStudies" হল ভারতের শীর্ষস্থানীয় শিক্ষাগত পরামর্শদাতা যারা বিদেশী শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা দিতে সাহায্য করে। ১০ বছরের অভিজ্ঞতার সাথে, MedStudies ৮০০০-এর বেশি ছাত্র-ছাত্রীদের তাদের লক্ষ্য পৌঁছে দিতে সাহায্য করেছে। 

                         (উপরের সমস্ত মতামত রুদ্রম নার্সিং ডিভিশনের তরফ থেকে স্বদেশ টাইমসকে জানানো হয়েছে, বিশদে জানতে এই লিঙ্কে ক্লিক করুনঃ-   https://www.medstudies.in/) 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait