পাঠ প্রতিক্রিয়া : বিন্দুবিসর্গ

পাঠ প্রতিক্রিয়া : বিন্দুবিসর্গ

ইতিহাস গল্প শুনতে কার না ভালো লাগে? ছোটবেলায় মহাভারতের ধর্মযুদ্ধ, রামায়ণের রামরাজত্ব সবাই পড়েছি। শিব-পার্বতী, দক্ষ আর শিবের যুদ্ধ? কিছুটা জানি। বাংলা ভাষা সংস্কৃত থেকে এসেছে সেটাও কেউ কেউ জানি। কিন্তু এই সমস্ত ঘটনার পিছনেও আছে আরো গূঢ় তথ্য। প্রতিটা শব্দ জানেন কিছু কথা বলে, প্রতিটা সামাজিক আচার-ব্যবহার-রীতি-নীতি কিছু গল্প বুনে রেখেছে তার মধ্যে। যা সব শব্দ রোজকার আমরা ব্যবহার করি মুখে মুখে, সেসব কিকরে আসলো বা কিকরে তৈরি হলো জানেন কি ? অখন্ড ভারতবর্ষ সেই যে ভাঙলো, কবের থেকে সেই ভাঙনের শুরু? জানেন কি?

ADVERTISEMENT

প্রচ্ছদ

এ গল্প একটি ঐতিহাসিক থ্রিলার। গল্পের বুনন ভীষণই সুন্দর। প্রতিটা জট সুন্দরভাবে পাকিয়েছেন আর তারপর সুন্দরভাবে খুলে বুঝিয়েছেন লেখক। গল্পের USP চরিত্রের নামগুলোয়। নামগুলোর এক একটা অর্থ আছে পড়ে দেখবেন। আর ভিলেন এর ব্যাপারে কি আর বলবো, তুখোড় দুঃসাহসী আর বুদ্ধিমত্তায় অনন্য তো বটেই। সত্যসেনা, জঙ্গি, রাজনৈতিক লড়াই, বিশ্বাসঘাতকতা, বাল্যবন্ধুত্ব সবকিছুর সাথে পুরাণ-ধৰ্ম-ইতিহাস মিলেমিশে অপূর্ব সুন্দর ভাবে বর্ণনাময় একটি বই। তাহলে আর অপেক্ষা কিসের? পড়ে ফেলুন বইটা।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait