রিভিউ - মৃন্ময়ী; লেখক - বিনোদ ঘোষাল

রিভিউ - মৃন্ময়ী; লেখক - বিনোদ ঘোষাল

শারদীয়া নবকল্লোল ১৪২৭
মৃন্ময়ী
বিনোদ ঘোষাল
মূল্য ১১০ টাকা।

পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ কী! কোনো ফুলের সুবাস, নাকি মহার্ঘ্য পারফিউমের গন্ধ, নাকি পারস্যের আতর !  কী সেই সুগন্ধি যা সব সুন্দরসুবাসকে অবলীলায় হারিয়ে দিতে পারে, নিয়ে যেতে পারে চেতনার স্তর পেরিয়ে মুগ্ধ আবেশে।  সেই সুগন্ধির মোহনীয়তার  নাম মৃন্ময়ী। একটা ফুল, যা ফোটে সারা রাত ধরে, ঊষালগ্নে ছড়িয়ে যায় তার রূপ, তার গন্ধ, তার চুম্বকীয় আকর্ষণ।
সেই ফুল সাধারণ এক ফুলপসারী তন্ময়ের কাছে এসে ধরা দেয়। কোন গোপনীয়তা ভরা আছে ওই ফুলের পাপড়ির ভেতরে! কোন নির্যাস থেকে তৈরি হয় মৃন্ময়ী নামের অবাক-ফুল!

উপন্যাসের নাম  মৃন্ময়ী। লেখক বিনোদ ঘোষাল। 

তাঁর থ্রিলার, তাঁর প্রেমের উপন্যাস, তাঁর কে বাজায় বাঁশি, তাঁর ফিচারের পর এই প্রথম তিনি কলম ধরলেন ভূতের জন্য। এই না-মানুষদের অলৌকিক কাজকম্ম, বুদ্ধিতে ব্যাখ্যা না হওয়া যুক্তিহীন ক্রিয়াকলাপ আর মৃন্ময়ী,সব মিলিয়ে টানটান এক গল্প।
গল্পের পরতে ইতিহাস, ইতিহাসের পরতে পিশাচ, আর সেই পিশাচ যখন আমার আপনার বাড়ির উঠোনে এসে দাঁড়ায় তখন তাকে উপেক্ষা করে কার সাধ্যি!

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser



তন্ময় আর তার নির্বিঘ্ন জীবনচর্যায় হুড়মুড়িয়ে ঢুকে পড়লো এমন এক উৎপাত, নববিবাহিতা স্ত্রীর নামে যে ফুলের নাম সে রাখলো মৃন্ময়ী, সেই ফুল ছড়িয়ে গেল তার জীবনে, মানবী মৃন্ময়ীর অস্তিত্ব দিনে দিনে ঝাপসা হয়ে গেল। 

কল্পনার স্তর কোন জায়গায় গেলে , লেখক সৃষ্টি করতে পারেন বিরজুর মত চরিত্রকে। বিরজু আর গা ছমছমে পরিবেশ বারবার পাতা জুড়ে এসে দাঁড়িয়েছে। প্রাপ্তমনস্ক ও প্রাপ্তবয়স্ক উপন্যাসের ধারায় লেখক পিশাচের আগ্রাসী রিপুকে উপস্থাপনা করেছেন সম্পূর্ণ নতুন আঙ্গিকে। খুন হয়েছে একাধিক নারী, কোথাও গিয়ে মিলে যাচ্ছে সেই খুনের কারণ, খুনের  বীভৎসতা। 

মৃন্ময়ীফুলের গন্ধের উৎস জানার পর পাঠক কিছুক্ষন স্তব্ধ থাকবেন, থাকবেনই। আর সেখানেই এই উপন্যাসের সার্থকতা। গল্পের স্রোতে এসেছে অনেক চরিত্র, তারা রইলেন আপনার পড়ার অপেক্ষায়।

লেখককে শুভেচ্ছা , আবারও এমন এক  ভিন্ন স্বাদের গল্প পাঠকদের  উপহার দেওয়ার জন্য। 


0 comments

Illora Chattopadhyay

Illora Chattopadhyay

জন্মসূত্রে বড় হওয়া উত্তরপাড়ায়। সংস্কৃত সাহিত্যে এম.এ পাশ করার পর ১৫ বছর হুগলী জেলার একটি গ্রামীন আধাসরকারি স্কুলে শিক্ষকতা । সংস্কৃত নিয়ে পড়াশোনা করলেও প্রিয় বিষয় বাংলা। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা চিরকালীন। মাঝে কিছুদিন পত্র পত্রিকায় বইয়ের রিভিউ লেখা। তারপর দীর্ঘদিনের বিরতি। প্রাণের টানে আবারও ফিরে আসা সাহিত্যের প্রাঙ্গণে। তবে এবারে শুধু আর পুস্তক আলোচনা নয়, তার সঙ্গে মৌলিক লেখালেখির শুরু। মূলত সোশাল মিডিয়ায়। তারপর থেকে বিভিন্ন ওয়েবম্যাগ, কাগজের পত্রপত্রিকাতে নিয়মিত লিখে চলা।যদিও নিজেকে লেখক নয়, পাঠক মনে করতেই স্বচ্ছন্দ বোধ করি।

FOLLOW

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait