টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা, দলের মেন্টর ধোনি

টি-২০ বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা, দলের মেন্টর ধোনি

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হয়ে গেল ১৫ জনের ভারতীয় দল। দলে ব্যাটিং বিভাগে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল। উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দলে জায়গা পেয়েছেন ইশান কিষাণ ও ঋষভ পন্থ। দলে দুই তারকা অলরাউন্ডার হিসাবে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া। দলে উল্লেখযোগ্য ভাবে রয়েছেন চার স্পিনার- অশ্বিণ, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও রাহুল চাহার। পেস বিভাগে রয়েছেন বুমরাহ, ভুবণেশ্বর কুমার ও মহম্মদ শামি। দলে অতিরিক্ত প্লেয়ার হিসাবে রয়েছেন শ্রেয়স আইয়ার, দীপক চাহার ও সার্দুল ঠাকুর। তবে টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ পেলেন না ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ-রা।

সুযোগ হল না বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহারও। প্রসঙ্গত ১৭ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর। অন্যদিকে এবার নতুন ভূমিকায় বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। মরু দেশে সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় দলের মেন্টরের ভূমিকায় এবার দেখা যাবে মাহিকে। এদিন রাত ৯-টায় আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ। অপর দিকে ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরাট কোহলির দল। ১১ তারিখ থেকে শুরু সিরিজের শেষ টেস্ট।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait