জবি জাস্টিনকে ছেড়ে দিল এটিকে-মোহনবাগান, যোগ দিতে পারেন চেন্নাইয়ে

জবি জাস্টিনকে ছেড়ে দিল এটিকে-মোহনবাগান, যোগ দিতে পারেন চেন্নাইয়ে

স্পোর্টস ডেস্ক: এটিকে-মোহনবাগান থেকে সরকারি ভাবে রিলিজ পেলেন জবি জাস্টিন। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও করা হবে। গত দুই মরশুম এটিকে ও এটিকে-মোহনবাগানের হয়ে অতি অল্প সময় ফুটবল খেলেছেন তারকা ফরোয়ার্ড জবি জাস্টিন। গত কয়েক বছর হাবাসের দলে থাকলেও, ভারতীয় দলের এই স্ট্রাইকার কখনও কোচের প্রথম পছন্দ ছিলেন না। তাই শনিবার তাঁর সঙ্গে সরকারি ভাবে বিচ্ছেদ ঘটাল এটিকে মোহনবাগান। জবিকে পেতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাইন এফসি ও নর্থইস্ট ইউনাইটেড।  শোনা যাচ্ছে খালিদ জামিলের নর্থ-ইস্ট ইউনাইটেড তাঁর জন্য ঝাঁপালেও তাঁর চেন্নাইয়িন এফসি-তে সই করার সম্ভাবনা প্রবল। খালিদ যখন ইস্টবেঙ্গলের দায়িত্বে ছিলেন তখন থেকে জবির উত্থান। সেই জন্য তাঁর দল নর্থ-ইস্ট আগামী মরশুমের জন্য এই স্ট্রাইকারকে পেতে চেয়েছিল। ২৮ বছরের এই অভিজ্ঞ স্ট্রাইকারের সুবিধা পেতে চাইছে দুই ক্লাবই। যদিও পুরো বিষয়টি নির্ভর করছে জবি ও তার এজেন্টের উপর।

ADVERTISEMENT

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত তৎকালীন কোয়েস ইস্টবেঙ্গলের হয়ে ২৬ ম্যাচে ১১টি গোল করেছিলেন কেরলের এই স্ট্রাইকার। সেই সুবাদে ২০১৯-২০ মরশুমে হাবাসের দলে সই করেন তিনি। সে বার মাত্র ৯টি ম্যাচ খেলেছিলেন জবি। তবে গত মরশুম শুরু হওয়ার আগেই দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে লিগামেন্টে জোরালো চোট পেয়েছিলেন। ফলে আর মাঠে ফেরা হয়নি। আর এ বার তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সবুজ-মেরুন। তবে এটুকু স্পষ্ট, যে ক্লাবেই যান না কেন জবি, গেমটাইম তিনি পেতে চাইবে। আইলিগে ইস্টবেঙ্গলের হয়ে যে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন জবি, সেই ফর্মকে ফিরে পেতে দরকার মাঠে খেলার সময়। 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait