টানটান উত্তেজনায় ভরা ম্যাচে জয়ী পঞ্জাব কিংস, ভারত-ইংল্যান্ড  বাতিল টেস্ট ২০২২-এ

টানটান উত্তেজনায় ভরা ম্যাচে জয়ী পঞ্জাব কিংস, ভারত-ইংল্যান্ড বাতিল টেস্ট ২০২২-এ

স্পোর্টস ডেস্ক: আইপিএলে লো-স্কোরিং ম্যাচ হলেও, শনিবার পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে হাড্ডাহাড্ডি টানটান উত্তেজনায় ভরা ম্যাচ অনুষ্ঠিত হল শারজায়। পঞ্জাবের ১২৫ রানের সহজ টার্গেট তুলতে শেষ বল পর্যন্ত মরিয়া লড়াই চালিয়ে যায় হায়দরাবাদ। যদিও শেষ রক্ষা করতে পারল না অরেঞ্জ ব্রিগেড। মাত্র ৫ রানে কেএল রাহুলের পঞ্জাবের কাছে আটকে গেল হায়দরাবাদ। হায়দরাবাদকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। যদিও ৩১ রানে আউট হয়ে যান ঋদ্ধি। এরপর দলকে টেনে নিয়ে যান জেসন হোল্ডার। তবে ৭ উইকেট হারিয়ে ১২০ রানেই থেমে যায় কেন উইলিয়ামসনের ছেলেরা। ৪৭ রানে অপরাজিত থেকে যান হোল্ডার। ফলে ৫ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। এদিন প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস তোলে ১২৫ রান। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আদিন মার্করাম। কিংস অধিনায়ক কেএল রাহুল করেন ২১ রান।

ADVERTISEMENT

হায়দরাবাদের হয়ে এদিন ৩ উইকেট নেন জেসন হোল্ডার। হাসদরাবাদের জয়ের টার্গেটটা খুব একটা দীর্ঘ ছিল না। ১২৬ রানের টার্গেট নিয়ে ব্যাটে নামে তারা। ঋদ্ধির আক্রমণাত্বক ব্যাটিং দেখে একটা সময় মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যেতে পারে হায়দরাবাদ। কিন্তু অল্পের জন্য ৫ রানে হেরে লিগ টেবিলে আরও পিছিয়ে পড়ল সানরাইজার্স। শেষ ওভারের শেষ বলে অরেঞ্জ আর্মির জিততে হলে প্রয়োজন ছিল ৭ রান। হোল্ডার লড়ছিলেন। কিন্তু শেষ বলে ছক্কাটা মারতে পারলেন না। সেটা হলেই আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ হিসেবে এই ম্যাচ সুপার ওভার অবধি গড়াতে পারত। কিন্তু তার সুযোগ দিলেন না পঞ্জাবের হয়ে অভিষেক হওয়া নাথান এলিস। অন্যদিকে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকার পথ কিছুটা পরিস্কার করল রাহুলরা। এই ম্যাচের পরে পঞ্চম স্থানে উঠে এল রাহুলের কিংস। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ৮ ম্যাচ হেরে লিগ টেবিলের এখন লাস্ট বয় কেন উইলিয়ামসনরা।

অন্যদিকে বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট সামনের বছর জুলাইতে ইংল্যান্ড সফরেই খেলবে ভারত। সামনের বছর জুলাইয়েই ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে ভারত। তখনই বাতিল হওয়া এই একটা টেস্ট ম্যাচ খেলবে দুই দেশ। তবে এই টেস্ট ম্যাচ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের অংশ হবে নাকি শুধুমাত্র এক টেস্ট ম্যাচের সিরিজ হবে তা এখনও ঠিক হয়নি। ওই টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ করবে আইসিসি। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই টেস্টটি আয়োজিত হতে চলেছে ইংল্যান্ডের গ্রীষ্মের মরশুমে। উল্লেখ্য ভারত ২-১ ফলে এগিয়ে রয়েছে টেস্ট সিরিজে। ভারতীয় শিবিরে করোনা সংক্রমণের জেরে ওল্ড ট্র্যাফোর্ডে হওয়া পঞ্চম টেস্টটি বাতিল হয়ে যায়। পরের বছর ইংল্যান্ডে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে। যদিও খবর এসেছিল, টি২০ ম্যাচ কমিয়ে সেই জায়গায় টেস্ট ম্যাচটি ঢোকানো হবে। কিন্তু এখন যা খবর, তাতে সূচিতে কোনও পরিবর্তন না করেই এই টেস্ট ম্যাচটি দেওয়া হবে। দুই দেশের দীর্ঘ আলোচনার পর অবশেষে ঠিক হয়েছে, ২০২২ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরে বাতিল হওয়া টেস্ট ম্যাচ খেলবে ভারত-ইংল্যান্ড। আর এই টেস্ট ম্যাচের জেরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের আর্থিক ক্ষতিগুলি পূরণ করতে পারবে।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait