কবিতা : করোনার লকডাউন

কবিতা : করোনার লকডাউন

কবিতা : করোনার লকডাউন
কলমে : দেবরঞ্জন গুহ ঠাকুরতা
অষ্টম শ্রেণী, নবগ্রাম বিদ্যাপীঠ  



করোনা কালে অনেক দিনই
থাকতে হবে ঘরে;
বাইরে গেলে ভুগতে হবে
সর্দি-কাশি-জ্বরে।

কর্মব্যস্ত মানুষ সবাই
কাজ ছাড়া নাই কথা;
ঘরেই থাকুন,বাইরে কেন
বেরোবেন অযথা?

পুলিশে ছুঁলে আঠারো ঘা,
বাঘে ছুঁলে কত?
বাঘ ভাল্লুক সবাই এখন
লাঠির ঘায়েই নত।

আড্ডা বন্ধ সবাই মিলে
পার্কের বেঞ্চেতে,
ঘরের সদস্যদের সাথে
গল্পে থাকুন মেতে।

কেউ বা ধরুন তুলি-রং-জল;
কেউ বা ধরুন খুন্তি,
কেউ বা পড়ুন মহাভারতের
পান্ডু-কর্ণ-কুন্তী।


কেউ বা লিখুন গল্প-কবিতা,
কেউ বা লিখুন শায়েরী;
কেউ বা ঘাঁটুন পুরানো কত
ধুলোপড়া ডায়েরি।

যাই করি,সব ঘরের মধ্যে
থাকব সবাই ঘরে;
দেখা হবে সবাই মিলে
লকডাউনের পরে।।

ADVERTISEMENT

 

ছবি - ইন্টারনেট


0 comments

Piyali Kushari

Piyali Kushari

Shared publicly - 05th May, 21 06:55 am

বাহ ,বাহ চমত্কার লিখেছ❤

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait