আইএসএলে নতুন পুরস্কার মূল্য ঘোষণা, এবার অনুর্ধ্ব-২৩ আইএসএল

আইএসএলে নতুন পুরস্কার মূল্য ঘোষণা, এবার অনুর্ধ্ব-২৩ আইএসএল

স্পোর্টস ডেস্ক: আইএসএলের টুর্নামেন্ট শুরুর আগে নতুন পুরস্কার মূল্য ঘোষণা করল আয়োজক এফএসডিএল। মোট পুরস্কার মূল্য এক থাকলেও এবার থেকে লিগ পর্বের চ্যাম্পিয়ন ক্লাব পাবে অনেক বেশি টাকা। লিগ পর্বে চ্যাম্পিয়ন ক্লাব এতদিন পেত ৫০ লক্ষ টাকা। সঙ্গে শিল্ড। পাশাপাশি লিগ পর্বে শীর্ষে থাকা দল পেত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র। কিন্তু এবারের মরসুম থেকে লিগ পর্বের চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি ৫০ লক্ষ টাকা। আইএসএলে লিগ পর্বে শীর্ষে থাকা দলের আর্থিক পুরস্কারের মূল্য বাড়লেও টুর্নামেন্ট চ্যাম্পিয়নদের পুরস্কার মূল্য কমল। এতদিন আইএসএল চ্যাম্পিয়ন দল পেত ৮ কোটি টাকা। কিন্তু সেই অর্থ এবার থেকে কমে দাঁড়াবে ৬ কোটি টাকা। কোনও দল যদি লিগ পর্ব ও টুর্নামেন্ট দুটিই চ্যাম্পিয়ন হয় তাহলে ৯ কোটি ৫০ লক্ষ টাকা পাবে সেই ক্লাব।

রানার্স আপ এবার থেকে ৪ কোটির বদলে পাবে ৩ কোটি টাকা। দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ কোটি ৫০ লক্ষ টাকা। এই বদলের পরও আইএসএলের মোট পুরস্কার মূল্য থাকছে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা। এবারের টুর্নামেন্ট শুরু হবে নভেম্বরের ১৯ তারিখ। গোয়ার ফতরদায় এটিকে মোহানবাগান মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের। ২১ তারিখ তিলক ময়দানে জামশেদপুর এফসির বিরুদ্ধে অভিযান শুরু করছে বাংলার আরেক দল এসসি ইস্টবেঙ্গল

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

 সব ঠিকঠাক চললে, ফ্রেবুয়ারি থেকে তিন মাসের জন্য অনূর্ধ্ব -২৩ ইন্ডিয়ান সুপার লিগ শুরু করার পরিকল্পনা করছে এফএসডিএল। আপাতত যা পরিকল্পনা হয়েছে, তাতে ফেব্রুয়ারি-এপ্রিল, এই পর্বটাই ধরা হয়েছে জুনিয়র আইএসএলের জন্য। সিনিয়র দলের আইএসএল করতে গিয়ে দেখা যাচ্ছে, জুনিয়র প্রতিভাবান ফুটবলাররা সেভাবে সুযোগ পাচ্ছেন না। যার প্রভাব পড়ছে ভারতীয় দলে। কারণ, সব ভারতীয় ফুটবলারই চাইছেন, আইএসএল খেলতে। সে ইন্ডিয়ান অ্যারোজ হোক, কিংবা রিলায়েন্স অ্যাকাডেমি। কিংবা আই লিগের কোনও জুনিয়র ফুটবলার। একটু ভাল খেলে ফেললেই, আইলিগ ছেড়ে আইএসএল খেলার জন্য উদগ্রীব হয়ে উঠছেন। আর আইএসল শুরু হলেই সারা বছর রিজার্ভ বেঞ্চে। এভাবে সারা বছর মাঠের বাইরে বসে থাকলে, পারফরম্যান্সেও প্রভাব পড়তে বাধ্য। আর এসব কারণেই এফএসডিএল  কর্তৃপক্ষ নিজেদের মধ্যে এক আলোচনায় ঠিক করেছে, অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের নিয়ে ইন্ডিয়ান সুপার লিগ করার জন্য। কিন্তু ক্লাবগুলি একটি ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারছে না, অনূর্ধ্ব-২৩ আইএসএলে সিনিয়র দলের অনূর্ধ-২৩ কোনও ফুটবলারকে খেলানো যাবে কি না। না কি, সম্পূর্ণ নতুন দল তৈরি করতে হবে?
ফেব্রুয়ারি থেকে অনূর্ধ-২৩ আইএসএল করার পরিকল্পনা নিলেও এখনও পর্যন্ত আইএসএলের কোনও দলকেই এই জুনিয়র ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে কোনও সরকারি বার্তা দেননি এফএসডিএল কর্তারা।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait