টিকাকরণে ১০০ কোটির মাইলফলক  ছুঁলো দেশ

টিকাকরণে ১০০ কোটির মাইলফলক  ছুঁলো দেশ

করোনা টিকাকরণে তিহাস গড়লো ভারত। বৃহস্পতিবার করোনা টিকাকরণে ১০০ কোটির মাইলফলক  ছুঁলো দেশ। করোনা মোকাবিলায় দ্রুত টিকাকরণ ছিল এক এবং অন্যতম উপায়। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে দেশের ১০০ কোটি মানুষ টিকা দেওয়ার ক্ষমতা রেখে বিশ্ব রেকর্ড গড়ল ভারত। এর আগে জুন মাসে এই মাইলফলক পেরিয়েছে চিন। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার ফের আড়াই কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এর আগে এক দিনে আড়াই কোটি টিকাকরণ করে রেকর্ড করেছিল দেশ। দিনটা ছিল প্রধানমন্ত্রীর জন্মদিন। এবার আরও একবার সেই লক্ষ্যে দেশ। এবার বছর শেষের আগে ৯৪৪ মিলিয়ন ১৮-ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণের লক্ষ্য নিয়েছে কেন্দ্র। CoWIN পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টিকাকরণ শুরু হতেই রচিত ইতিহাস। মাত্র ২৭৯ দিনেই ১০০ কোটি টিকার ডোজ দিয়ে বিশ্বরেকর্ড দেশের। নজির ছুঁতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সমস্ত স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, ২১ অক্টোবর দিনটি ইতিহাসে লেখা হয়ে থাকবে আজীবন।

ADVERTISEMENT

এদিন গর্বের এই মুহূর্তের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন "ভারত একটি ইতিহাস রচনা করল। দেশের বিজ্ঞানের জয় দেখলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর একতার সাক্ষী থাকলাম আমরা। ১০০ কোটি টিকাকরণ সম্পূর্ণ হল দেশে। এই জয়ে পৌঁছানোর নেপথ্যে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ এই কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন।" উল্লেখ্য শুধু ভারতে নয় দুঃসময়ে এবং প্রয়োজনে বাইরের দেশেও টিকা পাঠিয়েছে ভারত। এদিন সকালেই এই ইতিহাসের সাক্ষী থাকতে টিকাকরণ প্রক্রিয়ার তদারকিতে দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পূরণের সাফল্য উদযাপনের জন্য সারা সপ্তাহব্যাপী পরিকল্পনার আয়োজন করেছে কেন্দ্র। সরকারি সূত্রের খবর, এই ঐতিহাসিক মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে লালকেল্লায় দেশের সবথেকে বড় জাতীয় পতাকাটি তোলা হবে। একইসঙ্গে এই উপলক্ষ্যে লালকেল্লায় কৈলাস খেরের গাওয়া গান এবং একটি বিশেষ ফিল্ম লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়া ১০০ কোটি টিকাকরণে 'সেঞ্চুরি' উপলক্ষে অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে বিমান সংস্থা SpiceJet-ও নিজের কর্মীদের জন্য একটি বিশেষ পোশাক লঞ্চ করবে। একইসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেঞ্চুরি হলেই তৎক্ষণাৎ রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, পোর্ট, বিমানবন্দরে এই ঘোষণা করা হবে। এমনকি ফ্লাইট, ট্রেন, মেট্রোতেও চলবে এই সেঞ্চুরির উদযাপন।


0 comments

Dolon Chatterjee

Dolon Chatterjee

Shared publicly - 21st Oct, 21 10:30 pm

অনেক বড়ো achievement

Saurav Chakraborty

Saurav Chakraborty

Shared publicly - 21st Oct, 21 08:15 pm

Proud of my country

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait