অস্ট্রেলিয়ায় দেখা মিলল এক বিরল প্রজাতির ক্যাঙ্গারু

অস্ট্রেলিয়ায় দেখা মিলল এক বিরল প্রজাতির ক্যাঙ্গারু

সোশ্যাল মিডিয়ায় সবময় কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা হতেই থাকে। কখনও কারও ছবি নিয়ে অথবা কারোর ভিডিও। তবে এবার এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। একটি সাদা ক্যাঙ্গারুর ছবি।  যা ইতিমধ্যে খুব ভাইরাল হচ্ছে, সেটি দেখে মানুষ বেশ অবাকও হচ্ছে। কারণ, এ ধরনের ক্যাঙ্গারু খুব কমই দেখা যায়। তবে নেটিজেনরা এই ক্যাঙ্গারুর প্রশংসা করছে আর তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে।

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন যে, এটি আসলে লিউকিস্টিক প্রজাতির ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার কুইন্স ল্যান্ডে ক্যাঙ্গারুটিকে দেখাযায়। সারা কিন্নুন যিন এই ভিডিওটি ভাইরাল করেন। অন্যদিকে কুইন্স ল্যান্ড মিউজিয়ামের কিউরেটর পল অলিভার জানান, ছবিতে  সাদা চামড়ায় কালো চোখ বিশিষ্ট এই প্রাণীটি অ্যালবিনো প্রজাতির নয়। তার মতে সাধারণত সাদা চামড়া, পালক অথবা আঁশ যুক্ত প্রাণীরা রক্তের পিগমেন্টেশনের কারণে অ্যালবিনো বলা হয়ে থাকে। 
অ্যালবিনো প্রজাতির ক্যাঙ্গারু যদিও ২০২০ সালে অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছিল। যাদের পরবর্তীকালে দক্ষিণ অস্ট্রেলিয়ার জর্জ ওয়াইল্ডলাইফ পার্কে রাখা হয়। সুতরাং এই সাদা ক্যাঙ্গারুটি অ্যালবিনো প্রজাতির না হয়ে অন্য আর কোন প্রজাতির তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে অ্যালবিনো ক্যাঙ্গারু নিখোঁজ হয়। নোগো স্টেশনের বাসিন্দা সারা কিনন কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি আমার স্বামীর সঙ্গে একটি কাজে বাইরে ছিলাম। তারপর দেখলাম একটা সাদা ক্যাঙ্গারু। তা দেখে আমি রিতিমত স্তব্ধ হয়ে গেলাম। সারা আরও জানান, আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা সাদা ক্যাঙ্গারু দেখছি।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait