ক্ষমা চাইল ইসিবি, পরের বছরই পাক সফর, পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমা চাইল ইসিবি, পরের বছরই পাক সফর, পদ ছাড়লেন ওয়াসিম খান

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা দলের সফর ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তার দোহাই দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করে দেওয়ার পরে ইংল্যান্ডও একই পথ অনুসরণ করে। দু’দিন পরে সফর বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয় ইসিবির পক্ষ থেকে। সেই নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। জানা যায়, সফর বাতিলের ব্যাপারে দেশের ক্রিকেটারদের সঙ্গে কথাই বলেনি বোর্ড।  তারপরেই ইংল্যান্ড পাকিস্তান সিরিজ বাতিল করায় ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। তবে এবার নিজেদের ভুল স্বীকার করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পাশাপাশি তারা জানিয়েছে, আগামী বছরেই পাকিস্তানে পূর্ণ সফরে যাবে তারা।  বুধবার ইসিবি-র চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর বলেছেন, “সফর বাতিলের খবরে পাকিস্তান এবং গোটা বিশ্বে যারা দুঃখ পেয়েছেন তাদের জন্য আমি অনুতপ্ত। খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এবং সত্যি বলতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এটা ঠিক যে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়নি। সূচি মেনে পূর্ণ সফরের জন্য আমরা প্রস্তুত। আগামী বছরেই সফর করার ভাবনাচিন্তা চলছে। সময় নিয়েও সেই সিদ্ধান্ত নেওয়া হবে।” জানা গিয়েছে, তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ খেলা হবে সফরে।

ADVERTISEMENT

অন্যদিকে বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়াসিম খান পদত্যাগ করলেন। কার্যকাল শেষ হওয়ার আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত তাঁর। প্রশাসনিক সমস্যা মেটাতে প্রাক্তন পাক অধিনায়ক রমিজ রাজাকে পাক বোর্ডের চেয়ারম্যান পদে বসানো হয়েছে। একগুচ্ছ্ব সংস্কারের পথে হাঁটার চেষ্টা করছেন তিনি। কিন্তু পাক বোর্ডের সমস্যা না মেটায় পদত্যাগ করলেন ওয়াসিম খান। উল্লেখ্য ২০১৯ সালে তিন বছরের চুক্তি পাক বোর্ডের সিইও পদে বসেছিলেন ওয়াসিম। ২০২২ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল পাক বোর্ডের। রমিজ রাজা পাক বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক পদত্যাগের ঘটনা। চলতি মাসের শুরুতেই পাকিস্তানের হেড কোচ মিশবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস পদ ছেড়েছিলেন। নিউজিল্যান্ডের পাকিস্তানের মাটিতে সিরিজ না খেলে দেশে ফিরে যাওয়ার ঘটনা তুমুল চাপে ফেলেছে পাক বোর্ডকে। 

পাকিস্তান ক্রিকেটার চেয়ারম্যান রমিজ রাজা আপাতত ওয়াসিম খানের পদত্যাগ নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং ফোকাস অনেক বেশি টি-২০ বিশ্বকাপের দিকে। রাজনৈতিক কারণে ভারত পাকিস্তান সিরিজ বন্ধ। নিউজিল্যান্ড না খেলেই দেশে ফিরেছে। পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। সব মিলে চাপ। তাই পাক বোর্ডের প্রধান দলকে উদ্বুদ্ধ করছেন মাঠে জবাব দেওয়ার জন্য়। বলেছেন,”মানসিক ভাবে তৈরি হতে হবে, হার না মানা মানসিকতা। বুঝিয়ে দিতে হবে আমাদের সঙ্গে ঠিক কাজ হয়নি। আমরা মাঠেই এর জবাব দেব।”

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait