শুক্রবার ওয়াংখেড়েতে প্রথমবার বিরাট-দ্রাবিড় যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

শুক্রবার ওয়াংখেড়েতে প্রথমবার বিরাট-দ্রাবিড় যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

স্পোর্টস ডেস্ক: শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড  সিরিজের দ্বিতীয় টেস্ট। তবে মুম্বই টেস্টে চিন্তার কারণ অবশ্যই বৃষ্টি। বৃহস্পতিবারও ওয়াংখেড়েতে অনুশীলন করতে পারেননি বিরাট কোহলিরা। বাধ্য হয়েই তাই ইনডোরে দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করলেন কোহলি-রাহানেরা। রাহুল দ্রাবিড়ের  ক্লাসে প্রথম বার পাঠ নিলেন বিরাট কোহলি। তাঁদের দু’জনের সম্পর্ক কেমন হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই অনেক চর্চা হয়েছে। তবে বিরাট কোহলী এবং কোচ রাহুল দ্রাবিড় যে জোট বেঁধে কাজ করবেন, সেটা প্রথম অনুশীলনেই বোঝা গেল। বৃহস্পতিবার অনুশীলনে একটি ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে কোহলীকে থ্রো-ডাউন দিচ্ছেন দ্রাবিড়। বৃষ্টির কারণে মাঠে নেমে অনুশীলন করতে পারেনি দল। ফলে ইন্ডোরেই অনুশীলন চালাতে হয়েছে। দ্রাবিড়-কোহলি যুগলবন্দি দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্বও। বাবল ক্লান্তি কাটিয়ে অনেক চনমনে ভারত অধিনায়ক। দীর্ঘদিন বিরাটের ব্যাটে রান নেই। কলকাতায় ইডেন গার্ডেন্সে পিঙ্ক টেস্টের পর আর সেঞ্চুরি পাননি ভারত অধিনায়ক। ২ বছর খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। ৫ বছর আগে এই ওয়াংখেড়েতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন বিরাট। সে বার ২৩৫ রান করেছিলেন কোহলি। পয়া ওয়াংখেড়েতে তাই রানের খোঁজে দলনায়ক। 

ADVERTISEMENT
Swades Times Book

শুধু কোহলীই নয়, দ্রাবিড় বৃহস্পতিবার পড়েছিলেন চেতেশ্বর পুজারাকে নিয়ে। সম্প্রতি একেবারেই ছন্দে নেই সৌরাষ্ট্রের এই ব্যাটার। মুম্বই টেস্টে যাতে রানে ফেরেন, তার জন্য ভারতীয় দলের কোচ আলাদা ভাবে টেকনিক শিখিয়ে দিলেন দলের অন্যতম ভরসাযোগ্য ব্যাটারকে। বৃষ্টি হওয়ায় ওয়াংখেড়ের পিচ দু’দিন ধরেই ঢাকা। তাই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভারতীয় দলের কম্বিনেশন কি হবে, তা নিয়েই চলছে কাঁটাছেড়া। কারণ অভিষেক টেস্টেই শতরান করেছেন শ্রেয়স আইয়ার। এমন কি দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরিও করেছেন শ্রেয়স। তাই ডান হাতি ব্যাটারকে বসানোর কোনও সম্ভাবনাই দেখছে না টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে রাহানে বা পূজারার মধ্যে বাদ পড়তে পারেন কেউ। অস্ট্রেলিয়ার মাটিতে একটা টেস্ট সেঞ্চুরি ছাড়া দীর্ঘদিন রানের মধ্যে নেই রাহানে। এমন কি পূজারাকেও ছন্দে দেখা যাচ্ছে না। ওপেনিং স্লটেও দেখা যেতে পারে বদল। ময়াঙ্ক আগারওয়ালকেও বসানোর ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে কেই বা ওপেন করবেন?ম্যাচের দিন সকালেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

এ দিকে কানপুরে টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা । কিপিং করতে না পারলেও ব্যাটিং করেন পাপালি। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেন বাংলার উইকেটকিপার। ভারত অধিনায়ক বলেন, ‘মাঠে নামার জন্য ঋদ্ধিমান ফিট। ঘাড়ের চোট থেকেও এখন সেরে উঠেছে। ম্যাচের দিন সকালেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ এ দিকে ওয়াংখেড়েতে অতিরিক্ত পেসার খেলানোর ইঙ্গিত দিয়ে রাখলেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘আমাদের এমন একজন বোলারকে খেলাতে হবে যে পাঁচ দিনই আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী ফ্যাক্টর হতে পারবে।’

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait