রাহানের নেতৃত্বে কানপুরে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট, দলে শ্রেয়স-সূর্যকুমার

রাহানের নেতৃত্বে কানপুরে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট, দলে শ্রেয়স-সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক: টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। প্রথমে ভাবা হচ্ছিল, কেএল রাহুল খেলতে পারেন বিরাটের জায়গায়। কিন্তু রোহিত শর্মা টেস্ট থেকে বিশ্রাম নেওয়ায় ওপেনিং থেকে রাহুলকে সরাতে রাজি নয় টিম ম্য়ানেজমেন্ট। রাহুলের সঙ্গে ওপেন করবেন শুভমন বা মায়াঙ্ক আগরওয়াল। তাই চার নম্বরে বিকল্প শ্রেয়স। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও মুম্বইয়ের ক্রিকেটারের হয়ে কথা বলছে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাক-আপ হিসেবেই টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে ও’কিফকে রান আউট করেছিলেন। টেস্টের মঞ্চে সেটাই তাঁর একমাত্র অভিজ্ঞতা। সব ঠিক থাকলে এ বার তাঁর টেস্ট অভিষেক হচ্ছেই। ঘরোয়া ক্রিকেটে ৫৪টি ম্যাচে ৪৫০০ রান করেছেন তিনি। গড় ৫২.১৮। সেঞ্চুরি ১২টি। হাফ সেঞ্চুরি ২৩টি। যদিও শেষ ২ বছরে লাল বলে কোনও ম্যাচই খেলেননি শ্রেয়স। বিরাট-রোহিতের পাশাপাশি টেস্ট সিরিজে নেই মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর। তাই পেস বোলিংকে নেতৃত্ব দেবেন ইশান্ত শর্মা। তাঁর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে খেলতে পারেন উমেশ যাদব বা মহম্মদ সিরাজ। কানপুরের উইকেটে স্পিন দিয়েই বাজিমাত করার পরিকল্পনা করতে পারে ভারত। তাই, একই সঙ্গে অশ্বিন-জাডেজা ও অক্ষর প্যাটেলকেও দেখা যেতে পারে প্রথম এগারোয়। সে ক্ষেত্রে খেলতে পারেন একজন পেস বোলার।

ADVERTISEMENT

ইংল্যান্ড সফরে প্রথম বার টেস্ট দলে ডাক পেয়েছিলেন সূর্যকুমার। তখন তাঁকে বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছিল। কিন্তু সিরিজের একটি ম্যাচেও তিনি সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজে ডাকা হতে পারে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে। টেস্টের জন্য ঘোষিত দলে তিনি ছিলেন না। তবে রাহুল দ্রাবিড়ের দল পরিচালন সমিতি তাঁকে শেষ মুহূর্তে টেস্ট দলে যোগ দেওয়ার জন্য ডেকেছে বলেই শোনা গিয়েছে। যদিও বোর্ডের তরফে এখনও সরকারি ভাবে এ খবর স্বীকার করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিডল অর্ডার আরও মজবুত করার লক্ষ্যেই তাঁকে ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের এক কর্তা এক ওয়েবসাইটে বলেছেন, “টেস্ট দলে প্রত্যাবর্তন হচ্ছে সূর্যকুমারের। কলকাতা থেকে বাকিদের সঙ্গে কানপুরে টেস্ট দলের সঙ্গে ও যোগ দেবে।” লাল বলের ক্রিকেটে অনেকদিন ধরেই তাঁর জায়গা পাওয়া নিয়ে চর্চা চলছে। দ্রাবিড় নিজেও তাঁকে স্নেহের চোখে দেখেন। এখন দেখার টি-টোয়েন্টি, একদিনের ক্রিকেটের পর এ বার ভারতীয় দলে টেস্ট জার্সিতেও তাঁকে দেখা যায় কিনা।

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait