বিশ্ব টেস্ট ফাইনালে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার বোলিং লাইন? জেনে নিন

বিশ্ব টেস্ট ফাইনালে কেমন হতে পারে টিম ইন্ডিয়ার বোলিং লাইন? জেনে নিন

স্পোর্টস ডেস্ক: আর মাত্র দুইদিন পরেই ১৮ তারিখ থেকে সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই নিজেদের মতো করে অনুশীলন সেরে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে।   একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ডে সাউদাম্পটনে উইকেট কেমন হবে? সেই প্রশ্নের কিছুটা সমাধান করলেন পিচ কিউরেটর। সাইমন লি হলেন সাউদাম্পটন ক্রিকেট মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান। তাঁর কথাতেই উঠে এল রোস বোলের চরিত্রের কথা। তিনি জানিয়ে দিলেন, ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্টে পেস বাউন্সের খেলা দেখতে পাবে ক্রিকেট বিশ্ব। তাঁর কথায় বল ক্যারিও করবে। সকলের চোখ এখন সাইমন লির দিকেই। তিনি আরও জানিয়েছেন, পেস, বাউন্সের পাশাপাশি স্পিনও একটা বড় ভূমিকা পালন করবে সাউদাম্পটনে। লি জানান, ‘আমি ব্যক্তিগতভাবে চাই উইকেটে কিছুটা পেস, বাউন্স এর সঙ্গে ধারণ ক্ষমতাটাও থাকুক। এটা ইংল্যান্ডের এই আবহাওয়াতে তৈরি করা বেশ কঠিন হয় এই সময়টা কোনও ভাবেই সাহায্য করেনা, কিন্তু পূর্বাভাস অনুযায়ী সূর্যের দেখা পাওয়াতে ভাল উইকেট তৈরি করা সম্ভব হয়েছে, তাই আশা করা যায় যে রোলিং না করে এবং নষ্ট না করে আমরা পেতে পারি শক্ত এবং পেস সংমিশ্রিত উইকেট।’ 

ADVERTISEMENT

ইংল্যান্ডের আবহাওয়া সঙ্গে সাউদাম্পটনের পিচ কিউরেটর সাইমন লির বক্তব্যের পরে তিন পেসারের যুক্তিতে সকলেই এক মত।  তবে ভারতীয় দলে প্রথম একাদশে তিন পেসারের জুটি কী হবে সেই নিয়ে চলছে জোর জল্পনা।অনেকেই মনে করছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির সঙ্গে মাঠে নামুক ইশান্ত শর্মা। অনেকে আবার মনে করেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামির সঙ্গে মাঠে নামুক মহম্মদ সিরাজ। ফলে সিরাজ নাকি ইশান্ত কে হবেন তৃতীয় পেসার তাই নিয়ে চলছে জোর চর্চা। দুই ভারতীয় পেসারের মধ্যে যে কোন একজন বোলারকে বাছতে হবে বিরাটদের। ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদকে এই প্রশ্ন করতেই তিনি চোটে যান। তাঁর মতে ইশান্তকে নিয়ে কেন প্রশ্ন উঠছে। যেই ক্রিকেটার ১০০-র বেশি টেস্ট খেলেছেন তাঁকে প্রথম একাদশে না রাখার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না প্রসাদ। প্রসাদের মতে সিরাজ নয়, ইশান্ত অনেক অভিজ্ঞ। সুতরাং এই উইকেটে প্রথম একাদশে ইশান্তকেই খেলানো উচিত। ভেঙ্কি জানান, ‘পরিকল্পনাটা খুবই সহজ। কে নতুন বলে ভাল করতে পারবে? বুমরাহ ও শামি দুজনেই দারুন সিম করতে পারেন এবং লাইন আর লেন্থে দুজনেরই দারুণ কন্ট্রোল রয়েছে। আমি এই ভেবে অবাক হই ইশান্ত ১০০টি টেস্ট খেলার পরেও তিন নম্বর বোলার হিসাবে বিবেচিত হন কেন।তাঁর তো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে।’ প্রসাদের মতে, অশ্বিন ও জাদেজার সঙ্গে তিনজন পেস সিম বোলারের কম্বিনেশন হবে সেরা।

দলের পেসাররাই যে বড় ভূমিকা নেবেন তা উল্লেখ করেছেন বিরাট কোহলিও। সোমবার আজিয়াস বোল সংলগ্ন মাঠেই প্রস্তুতি চলে। মাঠে নামার আগে মহম্মদ সিরাজ ও ইশান্ত শর্মাকে নিয়ে অধিনায়ক বিরাট কোহালি একটি ছবি টুইট করেন। ছবি পোস্ট করে ভারত অধিনায়ক লেখেন, ‘‘প্রত্যেক দিনই এই জোরে বোলাররা দাপট দেখিয়ে চলেছে।’’  অন্যদিকে টেস্ট ফাইনালের আগে অশুভ সংবাদ ক্রিকেট প্রেমীদের জন্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাঁচ দিনই নাকি বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাষ ইংল্যান্ডের আবহাওয়া দফতরের। ফলে থাকছে টেস্ট ভেস্তে যাওয়ার সম্ভবনাও। 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait