চাহার-সূর্যকুমারের লড়াইয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার 

চাহার-সূর্যকুমারের লড়াইয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার 

স্পোর্টস ডেস্ক:  পৃথ্বী, ধাওয়ান, ইশান, হার্দিকরা যখন দ্রুত ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন, তখন দলকে বাঁচাতে মরিয়া লড়াই সূর্যকুমার যাদবের। শ্রীলঙ্কার ২৭৬ রানের বিরাট টার্গেটের সামনে দাঁড়িয়ে ক্রনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে গেলেন স্কাই। যদিও সূর্যকুমার ফিরে যান ৫৩ রানে।  এরপরও আপ্রাণ লড়াই ক্রনাল পান্ডিয়ার। তবে রান তাড়া করতে গিয়ে তিনিও ফিরে যান ৩৫ রানে। কিন্তু দলকে জেতাতে এরপর যোগ্য অলরাউন্ডারের ভূমিকা পালন করলেন দীপক চাহার। ভুবণেশ্বর কুমারকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দিলেন দীপক। টান-টান উত্তেজনায় ভরা ম্যাচে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই করলেন চাহার ও ভুবি। এদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার ইনিংসের আট নম্বরে ব্যাটে নেমে হাফসেঞ্চুরি করে সমর্থকদের মুগ্ধ করলেন দীপক চাহার। শুধুমাত্র নিজের হাফসেঞ্চুরি নয়, অনবদ্য ব্যাটিং করে দলকে জিতিয়ে ম্যাচের নায়ক হয়ে গেলেন দীপক চাহার। অপরাজিত রয়ে গেলেন ৮২ বলে ৬৯ রানে। ভুবণেশ্বর অপরাজিত ২১। ৩ উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ চ্যাম্পিয়ন হয়ে গেল টিম ইন্ডিয়া।

ADVERTISEMENT
Swades Times Book

এদিন টস জিতে প্রথমে ব্যাট নেয় শ্রীলঙ্কা। লঙ্কা বাহিনীর ইনিংসের শুরুতে দলকে টেনে নিয়ে যান আভিষ্কা ফারনান্দো। আভিষ্কা ভুবণেশ্বর কুমারের বলে ৫০ রান করে ফিরে যান। এরপর ভারতীয় বোলারদের সামলে দলকে ভরসা যোগান চরিথ আসালঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসে এদিন দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন আসালঙ্কা। তবে শ্রীলঙ্কার ইনিংসের শেষের দিকে ভুবণেশ্বরের বলেই ৬৫ রানে আউট হয়ে যান আসালঙ্কা। অন্যদিকে এদিনও বল হাতে দাপট দেখালেন চাহাল। ৩ উইকেট তুলে নেন তিনি।  অন্যদিকে ৩ উইকেট পান ভুবণেশ্বর কুমারও। চাহাল সফল হলেও, এদিন তাঁর স্পিন পার্টনার কুলদীপ সে ভাবে দাগ কাটতে পারলেন না।  ৯ উইকেটে ২৭৫ রান তোলে শ্রীলঙ্কা।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait