চন্দ্রযান – ২ এর সফল উৎক্ষেপন

চন্দ্রযান – ২ এর সফল উৎক্ষেপন

সকাল থেকে দুই সাধারণ মানুষের মুখ পত্র পত্রিকা এবং টেলিভিশন এর বিভিন্ন চ্যানেল এ দেখা যাচ্ছে । হুগলি র শিবপুর গ্রামের এক অতি সাধারণ কৃষক পরিবার এঁরা । তাঁদের সাক্ষাত্কার নিচ্ছেন বিভিন্ন সাংবাদিকরা । কিন্তু কেন ? কারন তাঁদের ছেলে শ্রীযুক্ত চন্দ্রকান্ত কুমার ইতিহাস রচনা করেছেন । ‘চন্দ্রযান ২’ এর যে সাতটি অ্যান্টেনা আছে সেগুলি সবই ওঁর তৈরী । তিনি চন্দ্রযান ২ এর RF সিস্টেম এর ডেপুটি ডিরেক্টর ও বটে । ওঁর বাবা মা কে দেখলাম চন্দ্রযান উড়তেই ঈশ্বরের উদ্দ্যেশ্যে প্রণাম সারলেন । বাবা বললেন যে ছেলে নিজের ইচ্ছাশক্তিতে এতদূর গেছে । তাঁরা ছেলেকে এত গাইড করতে পারেন নি। ছেলে মেধাবী ছিল তাই আজ এই সাফল্য । বললেন দেশবাসী যেন তাঁদের ছেলেকে নিয়ে গর্ব করে । তবেই তাঁদের ভাল লাগবে। ঈশ্বর যেন ওঁদের ছেলেকে আশীর্বাদ করেন ।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

সামান্য কৃষক । উপলব্ধি অসামান্য । মধুসূদন কুমার ও তাঁর স্ত্রী ছেলে চন্দ্রকান্তর এই সাফল্যে আপাত ভাবলেশহীন।আড়ম্বরহীন। জানতেন ছেলে সফল হবেই। গর্ব হয় এঁদের দেখে । ইচ্ছে হয় এঁদের মত হতে । পারব নিশ্চই আমরাও । দৃঢ় শপথ !

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait