বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দুশ্চিন্তা বাড়াল রিজার্ভ ব্যাঙ্কের

বাজারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দুশ্চিন্তা বাড়াল রিজার্ভ ব্যাঙ্কের

মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে নতুন রেকর্ড গড়ে ফেলায় মধ্যবিত্তের অবস্থা ক্রমশঃ সঙ্গীন হয়ে পড়ছে। বর্ধিত মূল্য বাজারে সবজির আকাশ ছোঁয়া দাম চিন্তায় ফেলেছে সাধারণ মানুষকে এবং তার সাথে আর.বি.আই এর গভর্নরকেও। খুচরো মূল্য সূচক নভেম্বরের থেকে প্রায় ২ শতাংশ বেড়ে ডিসেম্বরে হয়েছে ৭.৩৫ শতাংশ। গত কয়েকমাস খুচরো মূল্য সূচক অনেকটাই বর্ধিত হয়েছে। ভারতীয় অর্থনীতির বেহাল অবস্থা, দেশের বেকারত্ব, তার ওপর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত দের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি মাসের মত এই মাসেও সোমবার এন.এস.ও তার খুচরো মূল্য সূচক সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। এই সূচক তথ্য-এ থাকে খাদ্য দ্রব্য, হোম মেড উটেনসিল্স, পরিষেবা, চিকিৎসা, হেলথ, আবাসন, গ্যাস এর মত ক্ষেত্র গুলির মূল্য সূচক। দেশের মূল্য বৃদ্ধি আম জনতার এর উপর কতটা  প্রভাব ফেলেছে তারও কিছু প্রতিফলন থাকে এই সূচক তথ্যে। ভারতীয় অর্থনীতিবিদদের মতে সব্জী বাজারে পেঁয়াজ এবং আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই মুদ্রাস্ফীতির জন্য অনেকটা দায়ী। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সব্জী-আনাজের খুচরো মূল্যসুচক বেড়ে দাঁড়িয়েছে ৬০.৫ শতাংশ যা আগের মাস নভেম্বর এর প্রায় দ্বিগুন।

ADVERTISEMENT

ভারতীয় মূল্য সূচক কয়েকমাসে পৌঁছে গিয়েছে সর্বোচ্চে। নভেম্বরে যে মূল্য সূচক ছিল ৫.৫৮ শতাংশ তা প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৫ শতাংশে। দুই মাসের মধ্যেই মূল্য এতটা  বৃদ্ধি প্রাপ্ত হওয়ায় চিন্তা বেড়েছে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রের। তবে মূল্য সূচক অন্যান্য ক্ষেত্রে কিছুটা হলেও কমেছে। যেমন গৃহস্থলির জিনিসপত্র নভেম্বরের তুলনায় ডিসেম্বরে কমে দাঁড়িয়েছে ১.৭৫ শতাংশে। চিকিৎসা ও স্বাস্থ্য ক্ষেত্রে ৫.৫ শতাংশ  থেকে কমে দাঁড়িয়েছে ৩.৩৮শতাংশে। আবাসন ক্ষেত্রে নভেম্বর থেকে ০.২শতাংশ কমে হয়েছে ৪.৩ শতাংশ। জ্বালানি গ্যাসের ক্ষেত্রে কমেছে ০.৯ শতাংশ। কিন্তু খাদ্যদ্রব্য ও সবজির মূল্য বৃদ্ধি হয়েছে অনেকটা। এন.এস.ও-এর দেওয়া পরিসংখ্যান চিন্তায় ফেলেছে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকার। কারণ শীতের সময় সাধারণত সবজির দাম কম থাকে। সেখানে সবজির এত দাম বৃদ্ধি তার ওপর অসময়ে বৃষ্টির দাপটে পেঁয়াজ সহ আলু প্রচুর ক্ষয় ক্ষতি মূল্য সূচক কে আরও বৃদ্ধি প্রাপ্ত করেছ। কেন্দ্রীয় ব্যাংকের আগাম মূল্য সূচক এর শতাংশকেও ছাপিয়ে গেছে বর্তমানের মূল্য সূচক। গত কয়েক বছরে এমন মূল্য বৃদ্ধি হয়নি। এমনকি কয়েকমাস আগেও এতটা মূল্য বৃদ্ধি এর ব্যাপারে আঁচে করতে পারেনি। এই লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির ব্যাপারে চিন্তায় রিজার্ভ ব্যাঙ্ক। কিভাবে এই মূল্য স্বাভাবিক হবে সেই বিষয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।


0 comments

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait