অন্য মা (কাব্যগ্রন্থ - শিশু ভোলানাথ)

অন্য মা (কাব্যগ্রন্থ - শিশু ভোলানাথ)

অন্য মা

আমার মা না হয়ে তুমি
আর-কারো মা হলে
ভাবছ তোমায় চিনতেম না,
যেতেম না ওই কোলে?
মজা আরো হ’ত ভারি,
দুই জায়গায় থাকত বাড়ি—
আমি থাকতেম এই গাঁয়েতে,
তুমি পারের গাঁয়ে।
এইখানেতেই দিনের বেলা
যা-কিছু সব হ’ত খেলা,
দিন ফুরোলেই তোমার কাছে
পেরিয়ে যেতেম নায়ে
হঠাৎ এসে পিছন দিকে
আমি বলতেম, ‘বল্ দেখি কে!’
তুমি ভাবতে, ‘চেনার মতো,
চিনি নে তো তবু।’
তখন কোলে ঝাঁপিয়ে পড়ে
আমি বলতেম গলা ধরে,
‘আমায় তোমার চিনতে হবেই,
আমি তোমার অবু।’

ওই পারেতে যখন তুমি
আনতে যেতে জল,
এই পারেতে তখন ঘাটে
বল্ দেখি কে বল্।
কাগজ-গড়া নৌকোটিকে
ভাসিয়ে দিতেম তোমার দিকে,
যদি গিয়ে পৌঁছত সে
বুঝতে কি, সে কার?
সাঁতার আমি শিখি নি যে,
নইলে আমি যেতেম নিজে—
আমার পারের থেকে আমি
যেতেম তোমার পার|
মায়ের পারে অবুর পারে
থাকত তফাত, কেউ তো কারে
ধরতে গিয়ে পেত নাকো—
রইত না এক-সাথে।
দিনের বেলায় ঘুরে ঘুরে
দেখাদেখি দূরে দূরে—
সন্ধেবেলায় মিলে যেত
অবুতে আর মা'তে।

ADVERTISEMENT

কিন্তু হঠাৎ কোনো দিনে
যদি বিপিন মাঝি
পার করতে তোমার পারে
নাই হ’ত মা, রাজি?
ঘরে তোমার প্রদীপ জ্বেলে
ছাতের ’পরে মাদুর মেলে
বসতে তুমি, পায়ের কাছে
বসত ক্ষান্তবুড়ি—
উঠত তারা সাত ভায়েতে,
ডাকত শেয়াল ধানের খেতে,
উড়ো ছায়ার মতো বাদুড়
কোথায় যেত উড়ি।
তখন কি মা, দেরি দেখে
ভয় হ’ত না থেকে থেকে—
পার হয়ে মা, আসতে হ’তই
অবু যেখায় আছে।
তখন কি আর ছাড়া পেতে?
দিতেম কি আর ফিরে যেতে?
ধরা পড়ত মায়ের ও পার
অবুর পারের কাছে।

১৯২২

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait