দুষ্টু (কাব্যগ্রন্থ শিশু ভোলানাথ)

দুষ্টু (কাব্যগ্রন্থ শিশু ভোলানাথ)


      দুষ্টু

তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!
মিত্তিরদের কালু নীলু
ভারি ঠাণ্ড ক'ভাই!
যতীশ ভালো, সতীশ ভালো,
ন্যাড়া নবীন ভালো—
তুমি বল, ওরাই কেমন
ঘর করে রয় আলো।
মাখনবাবুর দুটি ছেলে
দুষ্টু তো নয় কেউ—
গেটে তাদের কুকুর বাঁধা
করতেছে ঘেউ-ঘেউ—
পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে
দত্তপাড়ার গবাই—
তোমার কাছে আমিই দুষ্টু,
ভালো যে আর সবাই!

তোমার কথা আমি যেন
শুনি নে কক্‌খনোই,
জামা কাপড় যেন আমার
সাফ থাকে না কোনোই!
খেলা করতে বেলা করি,
বৃষ্টিতে যাই ভিজে—
দুষ্টুপনা আরো আছে
অম্‌নি কত কী যে!
বাবা আমার চেয়ে ভালো?
সত্যি বলো তুমি,
তোমার কাছে করেন নি কি
একটুও দুষ্টুমি?
যা বলো সব শোনেন তিনি,
কিচ্ছু ভোলেন নাকো?
খেলা ছেড়ে আসেন চ’লে
যেম্‌নি তুমি ডাকো? 

ADVERTISEMENT

১৯২২

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait