প্যারালিম্পিকে সুপার সানডে ভারতের, একদিনে তিন পদক জয়

প্যারালিম্পিকে সুপার সানডে ভারতের, একদিনে তিন পদক জয়

 স্পোর্টস ডেস্ক: প্যারালিম্পিক্সে ভারতের রঙিন রবিবার। ভবানিবেন পটেল, নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এল বিনোদ কুমারের হাত ধরে। প্যারালিম্পিক্সে রবিবার ভারতের দিনটা স্মরণীয় হয়ে রইল। একদিনে তিন পদক জিতেছে ভারত। দুটি রুপো ও একটি ব্রোঞ্জ। পদক তালিকায় এক লাফে ৪৫ নম্বরে উঠে এল ভারত। অন্যদিকে ৪৬টি সোনা, ২৯টি রুপো ও ২৯টি ব্রোঞ্জ-সহ মোট ১০৪টি পদক জিতে কার্যত সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে চিন। তাদের থেকে অনেক পিছনে দুই নম্বরে গ্রেট ব্রিটেন। ২৩টি সোনা, ১৯টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ-সহ মোট ৬০টি পদক জিতেছে তারা। তিন নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫টি সোনা, ১৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ-সহ মোট ৪০টি পদক জিতেছে তারা। এদিন সকালেই টোকিও প্যারালিম্পিকে  ভারতের হয়ে পদকের খাতা খুললেন ভাবিনা হাসমুখভাই প্যাটেল। চিনের ঝৌ ইং-এর কাছে ক্লাস – ৪ বিভাগে টেবিল টেনিসের  ফাইনালে স্ট্রেট গেমে পরাজিত হয়ে রূপো জিতলেন গুজরাতের এই প্যাডলার। সেই সঙ্গে তিনি প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে প্যারাঅলিম্পিক্সে পদক লাভ করলেন। যদিও ফাইনালে পরাজয়ের ফলে সোনা জয় অধরাই থেকে গেল। তবে ভাবিনাবেন প্যাটেলের পদক জয়ের পথ মসৃন ছিলনা। প্রতিযোগিতার শুরুতেই এই ঝৌ ইং-এর কাছে হারতে হয়েছিল ভাবিনাবেন-কে। তারপর একের পর এক বাধা অতিক্রম করে তিনি প্যারাঅলিম্পিক্সের মঞ্চে ইতিহাস রচনা করেন।

ADVERTISEMENT

এরপর এদিন সন্ধ্যায় পুরুষদের টি৪৭ বিভাগের হাইজাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার।
পুরুষদের টি৪৭ বিভাগের হাইজাম্পে বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন আমেরিকার রড্রিক টাউনসেন্ড। তিনি ২.১৫ মিটার লাফান। অন্যদিকে ভারতের নিশাদ কুমার ২.০৬ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড করেছেন। আমেরিকার অন্য প্রতিযোগী ডালাস ওয়াইজ ২.০৬ মিটার লাফালেও কাউন্টব্যাকের হিসাবে একটি কম অ্যাটেম্পটের কারনে রুপো এসেছে নিশাদের দখলে। তৃতীয় হয়েছেন ডালাস ওয়াইজI তার কিছু সময় পরেই এশিয়ান রেকর্ড গড়ে টোকিও প্যারালিম্পিক্সে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন বিনোদ কুমার। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ-৫২ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ। নিশাদ কুমারের হাইজাম্পে রূপো জয়ের কিছুক্ষণ পরেই বিনোদ কুমারের ব্রোঞ্জে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামহল। 
ফাইনালে ১৯.৯১ মিটার ডিসকাস ছুঁড়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ। ৪২ বর্ষীয় বিনোদের ব্রোঞ্জ জয়ের পর ভিডিও বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক। দীপা জানান, “ভারতের পদক জয়ের হ্যাটট্রিক হলো। জাতীয় ক্রীড়াদিবসে তিনটি পদক পেল ভারত। বিনোদ নিজের কেরিয়ার দেরি করে শুরু করলেও, ৪২ বছর বয়সে এসে নিজের প্রথম প্যারালিম্পিকে পদক জেতা খুবই গর্বের বিষয়। অনেক কঠোর পরিশ্রম করেছেন বিনোদ।” পুরুষদের হাইজাম্পের টি-৪৭ বিভাগে এদিন রুপো জিতলেন নিশাদ কুমার। টোকিওতে হাইজাম্প ইভেন্টের ফাইনালে দু’বারের প্রচেষ্টায় ২.০৬ মিটার লাফ দিয়ে রূপো হাতে তুলেছেন নিষাদ। বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, 'ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।' দীপা মালিকের ট্যুইট, 'দিনটা খুব স্পেশ্যাল। ৩০ বছর বয়সে খেলা শুরু করে ৪২ বছর বয়সে প্যারালিম্পিক্সে পদক জিতলেন বিনোদ কুমার।' ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait