দেশের মধ্যে কর্মসংস্থানের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি

দেশের মধ্যে কর্মসংস্থানের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি

করোনার তিনটে ঢেউ কাটিয়ে  বছর দু’য়েক পরে ফের ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। বাজারে বাড়ছে কাজের চাহিদা। গত দুই বছরে নিশ্চিতভাবেই অনলাইনে কাজ খোঁজার প্রবণতা বেড়েছে সারা বিশ্বে। ভারতও রয়েছে এই তালিকায়। খবরের কাগজে কাজের হদিশ করার বদলে পোর্টাল বা অ‌্যাপেই এখন বেশি ভরসা রাখছে নতুন প্রজন্ম।
 এখনও পর্যন্ত জানা গিয়েছে, এই মাসেই দেশে কাজের জোগান বেড়েছে ১৬ শতাংশ। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, কলকাতাতেই এই সময়ে নতুন করে কর্মসংস্থান হয়েছে ৪২ শতাংশ মানুষের।

 

তবে যে খবরটি স্বস্তির তা হল দেশের মধ্যে কর্মসংস্থানের নিরিখে প্রথম স্থানটিতে রয়েছে তিলোত্তমা কলকাতা। 
কোভিড পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছে, তবে এবার ঘুরে দাঁড়িয়েছে দেশের ভবিষ্যৎ। বাড়ছে কাজের চাহিদা, সেই হিসেব অনুয়ায়ী ২০২১-২২ অর্থবর্ষের শেষ মাসে সারা দেশেই নিয়োগের সংখ‌্যা এক ধাক্কায় বেড়েছে ১৬ শতাংশ। সূত্রমারফত খবর আছে যে, নিয়োগকর্তাদের তরফে বাণিজ্যবৃদ্ধির কথা মেনেও নেওয়া হয়েছে। সেই কারণেই তারা নতুন কর্মী চাইছে। তালিকার শীর্ষে থাকা কলকাতায় নিয়োগ হয়েছে ৪২ শতাংশ। 

 

ADVERTISEMENT

তার পরেই রয়েছে হায়দ্রাবাদ, সেখানে নিয়োগ করা হয়েছে ২৭ শতাংশ। বাণিজ‌্যনগরী মুম্বই রয়েছে তিন নম্বরে। চারে রয়েছে চেন্নাই (২৪ শতাংশ) এবং পাঁচে পুনে (২৩ শতাংশ)। তবে অবাক করা বিষয় হল যে, নিয়োগ কমেছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে নিয়োগ কমেছে ১৫ শতাংশ। 
এদিকে এদিন আরও একটি সুখবর রয়েছে বঙ্গবাসীর জন্য। কেন্দ্রীয় প্রকল্পে ফের ভারতসেরা হয়েছে বাংলা। ২০২১-২২ অর্থবর্ষে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বাংলায় ১,১১,১৯,৭৬৫ জন অদক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রাজস্থান ও মধ্যপ্রদেশ যথাক্রমে ১,০০,৫০,৮৩৪ এবং ৯৫,৭০,৮০৩ জনের কর্মস্থানের সুযোগ তৈরি করেছে। 

 

ভারত বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রে ঘুরে দাঁড়াচ্ছে। দেশের সব শহরেই এই বদল চোখে পড়ছে। এটাই স্বস্তির খবর অতিমারীতে যে সমস্ত ক্ষেত্র সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল সেগুলিই ফের মাথা তুলে দাঁড়াচ্ছে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait