রবিবার কলম্বোয় পরীক্ষা ধাওয়ানের টিম ইন্ডিয়ার, ফেবারিট ভারত বলছেন মুরলিধরন

রবিবার কলম্বোয় পরীক্ষা ধাওয়ানের টিম ইন্ডিয়ার, ফেবারিট ভারত বলছেন মুরলিধরন

স্পোর্টস ডেস্ক: রবিবার থেকে কলম্বোয় শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা মহারণ। ভারত ও শ্রীলঙ্কার ওয়ানডেতে অতীত পরিসংখ্যান বলছে শেষ পাঁচবারের সাক্ষাতে ভারত জিতেছে ৪ বার। শ্রীলঙ্কা একবার। শেষ সাক্ষাত হয় ২০১৯ সালে ৬ জুলাই, ওই ম্যাচে জয়ী হয় টিম ইন্ডিয়া। সবমিলে অনেকটা এগিয়ে থেকেই তরুন দলকে নিয়ে রবিবার অভিযান শুরু করছে শিখর ধাওয়ান অ্যান্ড কোম্পানি। 

দলে একঝাঁক নতুন মুখ, নতুন অধিনায়ক, নতুন কোচ। একেবারে নিউ ব্রিগেড শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজে নামতে চলেছে। এর মধ্যে দলে রয়েছেন চেতন  সাকারিয়া, নীতীশ রানা, ঋতুরাজ গায়কোয়াড়, রাহুল চাহার, কৃষ্ণাপা গৌতমের মতো একেবারে নতুন মুখ। তবে কোচ রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে নিউ ব্রিগেড নিয়েও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তিনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, দলের নতুন ছেলেরা সবাই খুব প্রতিভাবান। অন্যদিকে শ্রীলঙ্কার প্রাক্তন তারকা স্পিনারের মতে, শ্রীলঙ্কার থেকে অনেকটাই ফেবারিট ভারত। সূত্রের খবর ২০১৯ বিশ্বকাপের পর আবারও কলম্বোয় দেখা যাবে প্রথম একাদশে কুলচা জুটিকে। চাহাল-কুলদীপ গত বিশ্বকাপে দলের অন্যতম প্রধান স্পিন অস্ত্র ছিল। কিন্তু সাম্প্রতি এই জুটিকে আর একসঙ্গে দেখা যায় নি। তবে শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে প্রথম একাদশে খেলতে পারেন কুলদীপ যাদব ও যুগবেন্দ্র চাহাল। 

ADVERTISEMENT
Swades Times Book

অপরদিকে বিশ্ব ক্রিকেটে এখন অনেকটাই ব্যাকফুটে লঙ্কা বাহিনী। ইংল্যান্ডের কাছে সিরিজ হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরেছে তাঁরা। তার মধ্যে দলের বার্ষিক বেতনের চুক্তি নিয়ে একাধিক ক্রিকেটার ক্ষুব্ধ। বিবাদে জড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে।  দলের একাধিক ক্রিকেটার ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্তও জানিয়েছিল। এছাড়া ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে এই সিরিজ থেকে বাদ গিয়েছেন কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দানুশকা গুনতিলকে। একদিনের সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক করা হয়েছে দাসুন শনকাকে। এদিন ২৪ জনের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক কুশল পেরেরার পরিবর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করা হল শনকাকে। কাঁধের চোটের জন্য দল থেকেও বাদ পেরেরা। পেরেরা ছাড়াও চোটের জন্য এই সিরিজে নেই পেসার বিনুরা ফারনান্ডো। শ্রীলঙ্কা ভরসা রেখেছে অভিজ্ঞ ধনঞ্জয় ডি সিলভা, অভিস্কা ফারনান্ডো এবং ইসুরু উদানার ওপর। স্পিনারদের মধ্যে থাকছেন লক্ষ্মণ সান্ডাকান, আকিলা ধনঞ্জয়, ওয়ানিডু হসারঙ্গর। 

 

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait