স্বামীজীর ফৌজ : খোয়াই কোভিড সাপোর্ট টিম আপনার পাশে আছে

স্বামীজীর ফৌজ : খোয়াই কোভিড সাপোর্ট টিম আপনার পাশে আছে

নরেন্দ্রনাথের খুব মন খারাপ। হবেই তো, সেটাই তো খুব স্বাভাবিক। গোটা বিশ্বের কাছে তিনি স্বামী বিবেকানন্দ, কিন্তু তাঁর কলকাতায়, তাঁর বাংলায়, তাঁর ভারতে তিনি তো শুধুই পরিব্রাজক, তিনি তো শুধুই নরেন, তিনি তো শুধুই ঠাকুরের চ্যালা। সেই ঠাকুর, যিনি শিখিয়েছিলেন নরেনকে, 'জীবে উপকার নয়, শিবজ্ঞানে জীবসেবা কর'। সেই বাণী নরেনের এতো গভীরে প্রোথিত হয়ে গেলো যে লোটাকম্বল সম্বল করে বেরিয়ে পড়লেন ভারত পরিব্রাজনে। দেখলেন ভারতবর্ষের অন্ধকার অলিগলিতে ঘুরে, দেখলেন মানুষের অসহায়তা, মানুষের দারিদ্র, মানুষের রোগভোগ। যে শিব হিমালয়ে তপস্যারত, সেই শিব যে এই নিঃস্ব মানুষগুলোর রূপ ধরে এতো কষ্টে দিন কাটাচ্ছে, তা দেখে নররূপী শিব নরেনের হৃদয় বিগলিত হলো। ততদিন মানুষের মধ্যেই ভগবানের বাস, এই গুরুপ্রদত্ত বাণী তাঁর বোধে প্রতিষ্ঠিত। এরপর তো বিশ্বজয় করে ফিরে বেলুড় মঠ প্রতিষ্ঠা করবেন নরেন, আর্ত দরিদ্র অসহায় নিপীড়িত মানুষের সেবার জন্য।

ADVERTISEMENT
Swades Times Book


এরপরের ঘটনা ১৮৯৮ সালের কলকাতায়, প্লেগ মহামারীর প্রকোপে যখন শয়ে শয়ে মানুষ মরছে, তখন নরেন স্বামীজী হয়েছেন। কত খ্যাতি তাঁর। কত সম্মান। কিন্তু মানুষ যখন মরছে, তখন কি আর তিনি সম্মান নিয়ে বসে থাকতে পারেন? ঝাঁপিয়ে পড়লেন মানুষের কাজে। সঙ্গে নিলেন গুরুভাইদের, শিষ্যদের আর সিস্টার নিবেদিতাকে। পাঁকের মধ্যে ছটফট করতে থাকা প্লেগ রোগীদের স্বহস্তে সেবা দিতে লাগলেন, চিকিৎসা ওষুধ সব দিতে লাগলেন, কেটে গেল কত বিনীদ্র রজনী এভাবেই। নিজের জীবনের তোয়াক্কা করলেন না, যদিও শরীরে তখন বিভিন্ন অসুখ বাসা বেঁধেছে তাঁর।

আসলে মানুষের আর্ত চিৎকারে ভগবান চুপ করে থাকতে পারেন না। সেই অতল আহ্বান তাঁর কানে পৌঁছবেই।

কিন্তু আজ স্বামীজীর খুব মন খারাপ। আজ ওই প্লেগ মহামারীর ১২১ বছর পরে আরেক মহামারী মানুষকে শেষ করে দিচ্ছে, তার অস্তিত্বকে বিলুপ্ত করার পথে নেমেছে। অথচ স্বামীজী এখন সূক্ষ্ম শরীরে, আজ মাঠে নেমে তিনি সশরীরে কাজ করতে পারছেন না। তিনি ছটফট করছেন, মানুষ খুঁজছেন যারা নিজেদের প্রাণের, নিজেদের মানের তোয়াক্কা না করে কাজে নেমে পড়বে। খুঁজছেন সেই আধার, যাদেরকে আশ্রয় করে আবার প্রকাশিত হয়ে উঠবেন তিনি।

স্বামীজী সশরীরে না থাকুন, আছে তাঁর অগণিত অনুগামী । যারা কথায় নয়, কাজে বিশ্বাস করে। সেই ভক্তমন্ডলীর একটা ছোট্ট সংগঠন আছে, যা আমাদের বহু যত্নে একটু একটু করে আমরা তৈরী করেছি। আমাদের সদস্যদের মধ্যে জনা কুড়ি সদস্যকে নিয়ে আমরা একটা 'কোভিড সাপোর্ট টিম' তৈরী করেছি, যারা এই দুর্দিনে বিভিন্ন সাহায্য নিয়ে পৌঁছে যাবে কোভিড আক্রান্ত মানুষের পাশে, থাকবে তাঁদের দরকারে, প্রয়োজনীয় তথ্য বা দরকারি সামগ্রী পৌঁছে দেবে।

আবারও চেষ্টা করছি আমরা, আরো কিছু করার।

স্বামীজী মনখারাপ করে বসে আছেন। তাঁর শিষ্যরা বসে নেই, অনেক জায়গায় অনেকেই কাজে নেমে পড়েছেন। সব রং ভুলে, জাতপাতের অসারতা ভুলে আমরা আজ শুধুই মানুষ। আছি মানুষের দরকারে, মানুষের পাশে।

জানিনা আমরা তাঁর মন একটু ভালো করতে পারবো কিনা। তবে মানবসম্পদ কে আমাদের বাঁচানোর চেষ্টা করতেই হবে। তারপর ঠাকুর আছেন, তিনিই সব দেখে নেবেন।

ওই যে স্বামীজী বলতেন, "পরার্থে এতটুকু করলে ক্রমে হৃদয়ে সিংহবলের সঞ্চার হয়", একথা সর্বৈব সত্য। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের উৎসাহবর্ধন করবেন, এই আশা রাখি।

যোগাযোগের নম্বর : 9339450508 | 9007071661 | 7003177014

একদম চিন্তা করবেন না। 'স্বামীজীর ফৌজ' আপনার সাথে আছে।

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait