হাসি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)

হাসি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)

    হাসি     

 

সুদূর প্রবাসে আজি কেন রে কী জানি

কেবল পড়িছে মনে তার হাসিখানি।

কখন নামিয়া গেল সন্ধ্যার তপন,

কখন থামিয়া গেল সাগরের বাণী।

কোথায় ধরার ধারে বিরহবিজন

একটি মাধবীলতা আপন ছায়াতে

দুটি অধরের রাঙা কিশলয়-পাতে

হাসিটি রেখেছে ঢেকে কুঁড়ির মতন।

সারা রাত নয়নের সলিল সিঞ্চিয়া

রেখেছে কাহার তরে যতনে সঞ্চিয়া

সে হাসিটি কে আসিয়া করিবে চয়ন,

লুব্ধ এই জগতের সবারে বঞ্চিয়া।

তখন দুখানি হাসি মরিয়া বাঁচিয়া

তুলিবে অমর করি একটি চুম্বন।

 

 ১৯৩১-এর ২০ মার্চ জোড়াসাঁকো

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait