সামাজিক

রাতের অন্ধকারে বাংলাদেশে মাছের ডিম পাচারের ছক, সীমান্ত থেকে গ্রেপ্তার ১

By Swades Times
21st March, 2023
Highlights
  • অন্যান্য দিনের মতোই সোমবার রাতেও বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তের রানঘাট এলাকায় ছিলেন কর্তব্যরত জওয়ানরা।
  • নাইট ভিশন ডিভাইস (এনভিডি) থেকে তাঁরা দেখতে পান, ১০- ১২ জন বড় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে।
  • অন্যদিকে, বাংলাদেশ থেকেও কিছু চোরাকারবারী ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছে।
রাতের অন্ধকারে বাংলাদেশে মাছের ডিম পাচারের ছক, সীমান্ত থেকে গ্রেপ্তার ১








সীমান্ত দিয়ে মাছের ডিম পাচারের ছক বানচাল। বাগদায় (Bagda) ভারত-বাংলাদেশ সীমান্তের রানঘাট থেকে গ্রেপ্তার এক। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

অন্যান্য দিনের মতোই সোমবার রাতেও বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তের রানঘাট এলাকায় ছিলেন কর্তব্যরত জওয়ানরা। নাইট ভিশন ডিভাইস (এনভিডি) থেকে তাঁরা দেখতে পান, ১০- ১২ জন বড় বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ থেকেও কিছু চোরাকারবারী ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছে। জওয়ানরা তাঁদের দিকে যাচ্ছে দেখেই চোরাকারবারীরা সমস্ত জিনিস ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সকলে সফল হলেও এক জন পালাতে পারেনি। এরপরই এলাকায় তল্লাশি চালিয়ে মাছের ডিমের বস্তা উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ধৃত সুকান্ত দলপতি জানায়, তাদের গ্রামের বাসিন্দা সত্তু বালা এই জিনিস দিয়েছিল তাকে। বস্তাগুলি সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হত। ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদাই তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে দায়িত্ব পালন করেন। বিএসএফ জওয়ানরা কোনও অবস্থাতেই সীমান্ত দিয়ে চোরাচালান হতে দেবে না।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait