সামাজিক

নাম না করে অনুব্রতকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা, বীরভূমের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক

By Swades Times
01st April, 2023
Highlights
  • শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়।
  • মঞ্চ দাঁড়িয়ে বলেন, “যখন সমুদ্রমন্থন হয়েছিল, তখন অমৃতের সঙ্গে গরল উঠেছিল।
  • আমরা জানি, অমৃত দেবতারা ভাগ করে খেয়ে নিলেও, গরল পান করার জন্য কাউকে পাওয়া যায়নি।
নাম না করে অনুব্রতকে নীলকন্ঠ শিবের সঙ্গে তুলনা, বীরভূমের তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক





রয়্যাল বেঙ্গল টাইগারের পর নয়া তকমা। এবার নাম না করে অনুব্রত মণ্ডলকে নীলকণ্ঠ শিবের সঙ্গে তুলনা করলেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রতর সঙ্গে শিবের তুলনা যদিও ভাল চোখে দেখছে না বিজেপি। তৃণমূল নেতা এভাবে সংস্কৃতির অপমান করেছেন বলেই দাবি গেরুয়া শিবিরের।

শুক্রবার দলীয় এক কর্মসূচিতে অংশ নেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। মঞ্চ দাঁড়িয়ে বলেন, “যখন সমুদ্রমন্থন হয়েছিল, তখন অমৃতের সঙ্গে গরল উঠেছিল। আমরা জানি, অমৃত দেবতারা ভাগ করে খেয়ে নিলেও, গরল পান করার জন্য কাউকে পাওয়া যায়নি। সবাই অমৃতটাই দেখছেন। কিন্তু আজ যিনি গরল পান করতে পারতেন, রাজনীতির প্যাঁচপয়জারে তাঁকেই দূরে সরিয়ে রাখা হয়েছে।”

মলয় মুখোপাধ্যায় যদিও কারও নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলের মতে, তিনি যে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের কথা বলেছেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এ ব্যাপারে অবশ্য তৃণমূল মুখে কুলুপ এঁটেছে। তবে বিজেপি সমালোচনায় সরব। একজন অভিযুক্ত ভগবানের সঙ্গে তুলনাকে সংস্কৃতির অপমান হিসাবেই দেখছে পদ্মশিবির।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait