রাজনৈতিক

শুভেন্দু অধিকারীর চন্দ্রকোণার সভার অনুমতি নিয়ে জটিলতা, 'সভা হবেই', চ্যালেঞ্জ বিজেপির

By Swades Times
03rd April, 2023
Highlights
  • সোমবার চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর।
  • বিজেপি সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভায় অনুমতি দেয়।
  • সেই অনুযায়ী অনুমতি চেয়ে চন্দ্রকোণা থানায় আবেদন জানান তাঁরা। থানা থেকে সভার অনুমতির বিষয়ে সে সময় কিছুই জানানো হয়নি।
শুভেন্দু অধিকারীর চন্দ্রকোণার সভার অনুমতি নিয়ে জটিলতা, 'সভা হবেই', চ্যালেঞ্জ বিজেপির





বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভার অনুমতি নিয়ে জটিলতা। সভার অনুমতি দেয়নি পুলিশ। যদিও বিজেপির দাবি, সভার অনুমতির বিষয়ে পুলিশের তরফে তাদের কিছুই জানানো হয়নি। নির্ধারিত সময়ে সভা হবেই এককাট্টা বঙ্গ বিজেপি শিবির।

সোমবার চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। বিজেপি সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষ প্রথমে সভায় অনুমতি দেয়। সেই অনুযায়ী অনুমতি চেয়ে চন্দ্রকোণা থানায় আবেদন জানান তাঁরা। থানা থেকে সভার অনুমতির বিষয়ে সে সময় কিছুই জানানো হয়নি। সভার প্রস্তুতি শুরু করে বিজেপি। কিন্তু দিনকয়েক আগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা বৈঠকে বসেন। সভার অনুমতি প্রত্যাহার করে স্কুল কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে লিখিতভাবে বিজেপিকে নেতৃত্বকে কিছুই জানানো হয়নি বলেই অভিযোগ।

কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সভা শুরুর ৪৮ ঘণ্টা আগে রাজনৈতিক দলকে অনুমতি চাইতে হবে। আর ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সভা বাতিল কিংবা অনুমতি দিতে হবে। তবে বিজেপির দাবি, এখনও পর্যন্ত পুলিশের তরফে বাতিলের কথা জানানো হয়নি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদীপ কুশারি জানান, ঝাঁকড়া হাইস্কুলের প্রধানশিক্ষক অনুমতি দিয়েছিলেন বলেই তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন। তাই সভা বাতিলের কোনও প্রশ্ন নেই। সোমবার দুপুর ৩টেয় সভা হবেই। যদিও তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষের দাবি পুলিশ সভার অনুমতি দেয়নি। তাই হিসাব অনুযায়ী সভা করা উচিত নয় বিজেপির। তবে কী কারণে সভা বাতিল, সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait