রাজনৈতিক

মদন মিত্রের ছায়াসঙ্গীর আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে শাসক বিরোধী তরজা

By Swades Times
30th March, 2023
Highlights
  • কামারহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ষষ্ঠীতলায় একটি নির্মীয়মাণ আবাসনে তাজা বোমা রাখা রয়েছে।
  • সেই অনুযায়ী ওই আবাসনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় তাজা বোমা।
  • জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম রিন্টু। তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ। বোমা উদ্ধারের পর থেকে খোঁজ নেই রিন্টুর।
মদন মিত্রের ছায়াসঙ্গীর আবাসন থেকে উদ্ধার তাজা বোমা, তুঙ্গে শাসক বিরোধী তরজা







তৃণমূল কর্মীর নির্মীয়মাণ আবাসন থেকে উদ্ধার তাজা বোমা। কামারহাটি থানার পুলিশ ষষ্ঠীতলার ওই আবাসনে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে। ওই তৃণমূল কর্মী বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ বলেই খবর। অভিযুক্ত তৃণমূল কর্মী পলাতক। এই ঘটনায় ইতিমধ্যেই তুঙ্গে বিতর্ক। শুরু শাসক-বিরোধী রাজনৈতিক তরজা।

কামারহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ষষ্ঠীতলায় একটি নির্মীয়মাণ আবাসনে তাজা বোমা রাখা রয়েছে। সেই অনুযায়ী ওই আবাসনে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় তাজা বোমা। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম রিন্টু। তিনি কামারহাটির বিধায়ক মদন মিত্র ঘনিষ্ঠ। বোমা উদ্ধারের পর থেকে খোঁজ নেই রিন্টুর।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি। ঘটনার পর থেকে পলাতক তৃণমূল কর্মী রিন্টু। তৃণমূল নেতা কমল দাস জানান, “আইন আইনের পথে চলবে। মদন মিত্র আমাদের জননেতা। তাঁর সঙ্গে অনেকেই ছবি তোলেন। মদন মিত্রের সঙ্গে কারও ছবি থাকলে তাঁর ঘনিষ্ঠ হবে তেমন নয়।”

 
তৃণমূল কর্মীর নির্মীয়মাণ আবাসনে তাজা বোমা উদ্ধারের ঘটনাই যেন অক্সিজেন জোগাচ্ছে বিজেপিকে। গেরুয়া শিবিরের নেতা কিশোর কর বলেন, “কামারহাটি অঞ্চলে মদন মিত্র দুষ্কৃতীদের সঙ্গে করে ঘোরাফেরা করেন। তাই এই ধরনের ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।”

ADVERTISEMENT
Tuhu Momo Video Teaser

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait