সামাজিক

বগটুই কান্ডের বর্ষপূর্তীতে রাজনীতির রং, স্বজনহারাদের দলে টানতে মড়িয়া দুই দল

By Swades Times
21st March, 2023
Highlights
  • ২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছেই ওই রাতের স্মৃতি টাটকা।
  • আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তারপর পেরিয়েছে একবছর।
  • আজ অর্থাৎ মঙ্গলবার বগটুইকাণ্ডের বছর পূর্তিতেও রাজনীতির রং।
বগটুই কান্ডের বর্ষপূর্তীতে রাজনীতির রং, স্বজনহারাদের দলে টানতে মড়িয়া দুই দল






বছর পূর্তিতে স্বজনহারাদের নিয়েও রাজনীতি! মৃতের পরিবারের সদস্যদের নিজেদের দলে টানতে মরিয়া তৃণমূল-বিজেপি দুই শিবিরই। দুই দলের তরফেই আয়োজন করা হয়েছে পৃথক অনুষ্ঠানের।

২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, গোটা রাজ্যের মানুষের কাছেই ওই রাতের স্মৃতি টাটকা। আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তারপর পেরিয়েছে একবছর। আজ অর্থাৎ মঙ্গলবার বগটুইকাণ্ডের বছর পূর্তিতেও রাজনীতির রং। জানা গিয়েছে, স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির দেওয়ালে শহিদ বেদি তৈরি করা হয়েছে বিজেপির তরফে। ঠিক তার উলটো দিকে শহিদ বেদি তৈরি করেছে তৃণমূল। মঙ্গলবার সকাল ১১ টায় স্বজনহারা শেখলাল শেখের বাড়িতে যান বিধায়ক আশিষ বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে প্রবেশে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। পরবর্তীতে যদিও স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন বিধায়ক। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এদিকে এদিন আরেক স্বজনহারা মিহিলাল শেখ যান পাথরচাপড়িতে মাজারে। সেখানে চাদর চড়ান তিনি। সঙ্গে ছিলেন বিজেপির (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহা। সেখান থেকেই বিজেপি নেতা দাবি করেন, মিহিলাল তাঁদের সঙ্গে রয়েছেন। বিকেলে বিজেপির শহীদ তপর্নে মিহিলাল থাকবে বলেও জানান তিনি। এদিকে মিহিলালের কথায়, “আমি রাজনীতি করতে আসিনি। একবছর আগে আমার মা-স্ত্রী-কন্যা মারা গিয়েছে। তাঁদেক জন্য প্রার্থনা করতে এসেছি।” এর পাশাপাশি শাসকদলের বিরুদ্ধে উষ্মাও প্রকাশ করেন তিনি। বলেন, গত একবছরে তৃণমূল আমাদের কোনওরকম সহযোগিতা করেনি।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait