বিনোদন

'এটা আমার দ্বিতীয় অস্কার', চাঞ্চল্যকর মন্তব্য 'নাটু নাটু'র সুরকার কিরাবাণীর

By Swades Times
27th March, 2023
Highlights
  • যে সময় তাঁকে নতুন ভেবে কেউ কাজ দিতে চাননি, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রামগোপাল বর্মা।
  • ১৯৯১ সালে ভেঙ্কটেশ ও শ্রীদেবী অভিনীত তেলুগু সিনেমা ‘ক্ষণা ক্ষণম’-এ সুযোগ দিয়েছিলেন।
  • আর সেই কারণেই রামগোপাল বর্মাকে নিজের প্রথম অস্কার মনে করেন প্রখ্যাত সুরকার। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও রামগোপালই শেয়ার করেন।
 'এটা আমার দ্বিতীয় অস্কার', চাঞ্চল্যকর মন্তব্য 'নাটু নাটু'র সুরকার কিরাবাণীর






‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সুরকার হিসেবে পেয়েছেন অস্কার। কিন্তু এটি তাঁর প্রথম অস্কার নয় এমনটাই দাবি করেছেন এম এম কিরাবাণী। এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তিনি।

কিন্তু কেন এমন মন্তব্য অস্কারজয়ী সংগীত পরিচালকের। আদতে পরিচালক রামগোপাল বর্মার (Ram Gopal Varma) প্রতি সম্মান জানিয়ে একথা বলেছেন তিনি। দক্ষিণী সুরকার জানান, এক সময় কাজের জন্য অনেকের দুয়ারে ঘুরেছেন। নিজের তৈরি করা সুরের ক্যাসেটও দিয়েছেন। কিন্তু তা আবর্জনায় ফেলে দেওয়া হত।

যে সময় তাঁকে নতুন ভেবে কেউ কাজ দিতে চাননি, সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন রামগোপাল বর্মা। ১৯৯১ সালে ভেঙ্কটেশ ও শ্রীদেবী অভিনীত তেলুগু সিনেমা ‘ক্ষণা ক্ষণম’-এ সুযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই রামগোপাল বর্মাকে নিজের প্রথম অস্কার মনে করেন প্রখ্যাত সুরকার। তাঁর এই সাক্ষাৎকারের ভিডিও রামগোপালই শেয়ার করেন।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait