রাজনৈতিক

আপাতত ইডির দপ্তরে হাজিরা নয়, তল্লাশিতেও নিষেধাজ্ঞা, হাই কোর্টের রক্ষাকবচ সঞ্জয় বসুর

By Swades Times
15th March, 2023
Highlights
  • প্রাথমিকভাবে আদালত মনে করছে, সঞ্জয় বসুর বিরুদ্ধে এই তদন্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের সঙ্গে জড়িত।
  • এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে।
  • সোমবারের মধ্যে ইডিকে মামলার সব নথি পেশ করার জন্য নির্দেশও দিয়েছে আদালত।
আপাতত ইডির দপ্তরে হাজিরা নয়, তল্লাশিতেও নিষেধাজ্ঞা, হাই কোর্টের রক্ষাকবচ সঞ্জয় বসুর







কলকাতা হাই কোর্টে স্বস্তি পেলেন রাজ্য সরকারের প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসু। ১০ মার্চ তাঁকে ইডির পাঠানো সমনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল আদালত। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজিরা দিতে হবে না আইনজীবীকে। এমনকী, আদালতের নির্দেশ ছাড়া তাঁর অফিস ও বাড়িতে কোনও তল্লাশি করতে পারবে না ED। ফলে বুধবার তাঁকে ইডির সামনে হাজিরা দিতে হল না তাঁকে।

প্রাথমিকভাবে আদালত মনে করছে, সঞ্জয় বসুর বিরুদ্ধে এই তদন্ত ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তের সঙ্গে জড়িত। এই মামলা শোনার এক্তিয়ার এই এজলাসের রয়েছে। সোমবারের মধ্যে ইডিকে মামলার সব নথি পেশ করার জন্য নির্দেশও দিয়েছে আদালত। তারপরে এই এজলাস মামলা শুনবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই কোর্ট।

ইডির আইনজীবী আদালতে দাবি ছিল, এই মামলা এই এজলাসের বিচার্য বিষয় নয়। এটা কোনও ভুয়ো অর্থলগ্নি সংস্থার মামলা নয়। এটা আর্থিক তছরুপ আইনের অধীনস্থ মামলা। মামলাকারীর কাছে বিকল্প আইনি পন্থা রয়েছে।


ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait