রাজনৈতিক

নিয়োগ দুর্নীতি মামলায় ফের ডাক 'কালীঘাটের কাকুকে', সোমবার হাজিরার নির্দেশ

By Swades Times
18th March, 2023
Highlights
  • নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন।
  • দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়প্রসাদ ভদ্রের টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ।
  • পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ।
নিয়োগ দুর্নীতি মামলায় ফের ডাক 'কালীঘাটের কাকুকে', সোমবার হাজিরার নির্দেশ






নিয়োগ দুর্নীতি মামলায় ফের ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব সিবিআইয়ের। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগে গত বুধবারই তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি প্রথম ‘কালীঘাটের কাকু’র নাম প্রকাশ্যে আনেন। দাবি করেন, ‘কালীঘাটের কাকু’ অর্থাৎ সুজয়প্রসাদ ভদ্রের টাকা পাঠাতে হত বলেই তাঁর কাছে জানান কুন্তল ঘোষ। পরে রাজ্যের বিরোধী দলনেতার টুইটেও উঠে আসে ‘কালীঘাটের কাকু’র প্রসঙ্গ।

এরপরই তদন্তকারীদের স্ক্যানারে চলে আসেন সুজয়প্রসাদ। তাঁকে ইতিমধ্যেই জেরা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আরও একবার আগামী সোমবার তাঁকে তলব করেছে সিবিআই। ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, সুজয়প্রসাদ ভদ্রকে তাঁর স্ত্রী এবং মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। ওইদিন জেরায় কোনও বিস্ফোরক তথ্য সামনে আসে কিনা, সেটাই এখন দেখার।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait