সামাজিক

মুখ্যমন্ত্রীর দেওয়া বেনারসিতে সাজিয়ে সন্তষী মা এর পুজো, সিঙ্গুরে জনজোয়ার

By Swades Times
31st March, 2023
Highlights
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি শুক্রবার সন্তোষী মাতার ব্রত পালন করেন।
  • সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনের সময় একটানা দু’সপ্তাহ ধরণা চলাকালীন তিনি সন্তোষী মাতার ব্রত পালন করেছিলেন।
  • সেই সময় তিনি সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মাতার একটি মন্দির গড়ে তোলার ইচ্ছাপ্রকাশ করেন।
মুখ্যমন্ত্রীর দেওয়া বেনারসিতে সাজিয়ে সন্তষী মা এর পুজো, সিঙ্গুরে জনজোয়ার





মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বেনারসি শাড়ি পরে সম্পন্ন হল দেবী সন্তোষীর পুজো। শুক্রবার সিঙ্গুরের বাজেমেলিয়ায় দেবী সন্তোষীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। হরিপাল বিধানসভার বাজেমেলিয়ায় সন্তোষী মাতার পুজোকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে। শুক্রবার সেখানেই সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির তত্ত্বাবধানে সন্তোষী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি শুক্রবার সন্তোষী মাতার ব্রত পালন করেন। সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনের সময় একটানা দু’সপ্তাহ ধরণা চলাকালীন তিনি সন্তোষী মাতার ব্রত পালন করেছিলেন। সেই সময় তিনি সিঙ্গুরের বাজেমেলিয়ায় সন্তোষী মাতার একটি মন্দির গড়ে তোলার ইচ্ছাপ্রকাশ করেন। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রী বেচারাম মান্নাকে সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দির গড়ে তোলার দায়িত্ব দেন।

তিন বছর আগে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাজেমেলিয়ায় সন্তোষী মাতার মন্দির গড়ে ওঠে। গত বছর মুখ্যমন্ত্রী মায়ের পুজোর জন্য উপহারস্বরূপ বেনারসি শাড়ি পাঠিয়েছিলেন। এই বছরও বাৎসরিক পুজোয় মুখ্যমন্ত্রী মায়ের জন্য বেনারসি শাড়ি পাঠান। দেবীকে সেই শাড়ি পরানো হয়। পুজোর শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন মন্ত্রী বেচারাম মান্না। এদিন সন্তোষী মাতার পুজোয় সিঙ্গুর ছাড়াও আশেপাশের বহু এলাকার মানুষ অংশ নেন।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait