সামাজিক

কলকাতার সব দোকানে এবার নীল সাদা সাইন বোর্ড, কী জানাল পৌরসভা?

By Swades Times
21st March, 2023
Highlights
  • সোমবার পুরসভার অধিবেশনে এই দাবি তোলেন ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তী।
  • মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব ভাল প্রস্তাব দিয়েছেন কাউন্সিলর।
  • একটা ইউনিফর্ম হোর্ডিং থাকবে পুরসভার। তার উপর যদি কেউ হোর্ডিং করতে চায় তাহলে একটা অতিরিক্ত টাকা দিতে হবে পুরসভাকে।
কলকাতার সব দোকানে এবার নীল সাদা সাইন বোর্ড, কী জানাল পৌরসভা?










ট‌্যারা বাঁকা নয়। সব এক আকারের। কিম্ভুত কিমাকার রং বেরং নয়, প্রত্যেকটা নীল সাদা। কথা হচ্ছে কলকাতা পুরসভার প্রতিটা দোকানের সাইন বোর্ডের। যার রং হবে নীল সাদা। ছোট-মাঝারি-বড় দোকান অনুযায়ী একই রকম আকার থাকবে প্রতিটি সাইন বোর্ডের। ট্রেড লাইসেন্সে ফাঁকি দিয়ে ব‌্যবসা আটকাতেই বিশেষ ব‌্যবস্থা।

সোমবার পুরসভার অধিবেশনে এই দাবি তোলেন ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তী। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব ভাল প্রস্তাব দিয়েছেন কাউন্সিলর। একটা ইউনিফর্ম হোর্ডিং থাকবে পুরসভার। তার উপর যদি কেউ হোর্ডিং করতে চায় তাহলে একটা অতিরিক্ত টাকা দিতে হবে পুরসভাকে।

পাড়ায় পাড়ায় দোকান। সকলের ট্রেড লাইসেন্স আছে? কাউন্সিলর অনন‌্যা চক্রবর্তীর কথায়, অনেকেই বাড়ির একতলায় ব‌্যবসা করছেন। সেক্ষেত্রে হয়তো বাসযোগ‌্য সম্পত্তিকে বাণিজ্যিকভাবে ব‌্যবহার করার অনুমতি নেননি। কাউন্সিলরের প্রশ্ন, পরিবহন দপ্তরে সমস্ত গাড়ির ক্ষেত্রে যদি একই রকম হাই সিকিউরিটি নম্বর প্লেট দিতে পারে, তবে পুরসভা সমস্ত দোকানের ক্ষেত্রে এক সাইন বোর্ড দেবে না কেন? পুরসভার পক্ষ থেকে একটি ইউনিক নম্বর যুক্ত সাইন বোর্ড সকলকে দেওয়া হলে ছোট-বড়-মাঝারি ব‌্যবসায়ীর তথ‌্য ভান্ডার থাকবে পুরসভার কাছে। এতে জানা যাবে কারা ট্রেড লাইসেন্স ছাড়া ব‌্যবসা করছেন। কিংবা ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা আটকানোও যাবে। শুধু তাই নয়, একই রকম সাইন বোর্ড থাকলে শহর হবে দৃষ্টিনন্দন। কাউন্সিলরের দাবি, গ্লো সাইন বোর্ড তৈরি করে সেই বাবদ একটা নির্দিষ্ট ফি নিক পুরসভা। উল্লেখ্য উত্তর প্রদেশের গ্রেটার নয়ডাতেও এমন ব্যবস্থা চালু হয়েছে।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait