সামাজিক

মাদক পাচারের পর্দাফাঁস, মুর্শিদাবাদে এসটিএফের হাতে গ্রেপ্তার ভিন রাজ্যের যুবক সহ ৪

By Swades Times
20th March, 2023
Highlights
  • গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ মাদক পাচারের খবর পায়।
  • সেই অনুযায়ী বেশ কয়েকজন আধিকারিক রবিবার সন্ধেয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ে হানা দেয়।
  • প্রায় ঘণ্টাখানেক পর ওই এলাকায় চারজন যুবককে দেখতে পাওয়া যায়। একটি মোটর বাইকে চড়ে ওই এলাকায় আসে তারা।
 মাদক পাচারের পর্দাফাঁস, মুর্শিদাবাদে এসটিএফের হাতে গ্রেপ্তার ভিন রাজ্যের যুবক সহ ৪




মাদক পাচারের পর্দাফাঁস। রাজ্য পুলিশের এসটিএফের জালে চার যুবক। তাদের কাছ থেকে এক কেজি হেরোইন এবং একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হানা দিয়ে মাদক পাচারের পর্দাফাঁস করলেন তদন্তকারীরা।

গোপন সূত্রে রাজ্য পুলিশের এসটিএফ মাদক পাচারের খবর পায়। সেই অনুযায়ী বেশ কয়েকজন আধিকারিক রবিবার সন্ধেয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলো মোড়ে হানা দেয়। প্রায় ঘণ্টাখানেক পর ওই এলাকায় চারজন যুবককে দেখতে পাওয়া যায়। একটি মোটর বাইকে চড়ে ওই এলাকায় আসে তারা। তাদের প্রথমে আটক করা হয়। শুরু হয় তল্লাশি। ধৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়।

ধৃতরা হল রাজিবুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান, সাহেব শেখ। ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা। তওবর, শেখ মতিবুর, সাহেব প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে। ধৃতদের জেরা করা সমস্ত তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের সোমবার আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীরা অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলেই খবর।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait