সামাজিক

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চলবে বাড়তি বাস, জেনে নিন রুটগুলি

By Swades Times
13th March, 2023
Highlights
  • পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ১৫ টি রুটে অতিরিক্ত বাস চালানো হবে।
  • যে রুটে ২ টি বাস দেওয়া হবে সেক্ষেত্রে সময় ৭ টা বেজে ৪৫ মিনিট ও ৮ টা বেজে ১৫ মিনিট।
  • একই রুটে পরীক্ষা স্পেশ্যাল বাস পাওয়া যাবে দুপুর সাড়ে বারোটা ও বারোটা বেজে ৪৫ মিনিটে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জন্য চলবে বাড়তি বাস, জেনে নিন রুটগুলি






আগামিকাল থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2023)। কলকাতা ও সংলগ্ন জেলার পড়ুয়াদের ক্ষেত্রে পরীক্ষার কয়েকটা দিনের সব থেকে বড় চিন্তা, ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছনো যাবে তো? কারণ, রাস্তায় প্রবল যানজট। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মেলে না বাস। সেই কারণেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর।

পরিবহণ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ১৫ টি রুটে অতিরিক্ত বাস চালানো হবে। যে রুটে ২ টি বাস দেওয়া হবে সেক্ষেত্রে সময় ৭ টা বেজে ৪৫ মিনিট ও ৮ টা বেজে ১৫ মিনিট। একই রুটে পরীক্ষা স্পেশ্যাল বাস পাওয়া যাবে দুপুর সাড়ে বারোটা ও বারোটা বেজে ৪৫ মিনিটে। যে রুটে একটি করে বাস মিলবে সেখানে বাসের সময় সকাল ৮ টা ও দুপুর সাড়ে বারোটা। তালিকা অনুযায়ী দিতে হবে ভাড়া। জানা গিয়েছ, বিশেষ এই বাসে পরীক্ষা স্পেশ্যাল বোর্ড থাকা আবশ্যক।

এদিনে লাইনের কাজের জন্য কয়েকদিন ধরে শিয়ালদহ মেইন শাখায় বাতিল বেশ কিছু ট্রেন। বহু ট্রেন চলছে দেরিতে। উচ্চমাধ্যমিক চলাকালীন এই ঘটনায় পড়ুয়াদের ভোগান্তির আশঙ্কা থাকছেই। তবে শিয়ালদহের ডিআরএম জানান, বাতিলের সংখ্যা কমানো হচ্ছে। যে ট্রেনগুলি দেরিতে চলছিল, সেগুলি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

ADVERTISEMENT
Swades Times Book

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait