সামাজিক

হাঁসফাঁস গরমে থেকে মুক্তি দিতে চলতি সপ্তাহতেই বৃষ্টিতে ভিজবে বাংলা, সুখবর শোনাল হাওয়া অফিস

By Swades Times
29th March, 2023
Highlights
  • আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল থেকেই মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
  • শুক্রবার ফের রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
  • শিলাবৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।
হাঁসফাঁস গরমে থেকে মুক্তি দিতে চলতি সপ্তাহতেই বৃষ্টিতে ভিজবে বাংলা, সুখবর শোনাল হাওয়া অফিস








চৈত্রের শুরু থেকেই গরমে হাঁসফাঁস দশা। রাস্তায় বেরলেই নাভিশ্বাস উঠছে আমজনতার। এরই মাঝে ফের বৃষ্টির খবর দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহের শুক্রবার থেকে নাকি ফের বৃষ্টিতে ভিজবে বাংলা।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল থেকেই মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। শুক্রবার ফের রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা। বিক্ষিপ্তভাবে উপকূলের জেলাগুলি অর্থাৎ দুই মেদিনীপুর, হাওড়া, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শিলাবৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দুর্যোগ চলবে রবিবার পর্যন্ত। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯০ শতাংশ।

ADVERTISEMENT

Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait