ধন ধান্য পুষ্প ভরা | সংস্কৃত ও বাংলা | ভাষ্য ও গানের মেলবন্ধন | শ্রদ্ধার্ঘ্য - স্বাধীনতার ৭৫ তম বর্ষ

777 views - 29th August, 2021

Khowai Cultural & Charitable Org.

Khowai Cultural & Charitable Org. FOLLOW

স্বাধীনতার ৭৫ তম বর্ষে খোয়াই-এর শ্রদ্ধার্ঘ্য

"ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।"

কালজয়ী এ গানটি কানে এলেই হৃদয়ে সৃষ্টি হয় গভীর ভালোলাগা।  সুগভীর শ্রদ্ধায় আমাদের মন দেশাত্মবোধে জারিত হয়ে ওঠে।  দেশমাতৃকার প্রতি মুগ্ধ হয় মন-মনন।

অমর এ গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।  নিজের দেশের প্রকৃতি, সম্পদ, পারস্পরিক সম্পর্ক---সমস্ত কিছুর প্রতি কবির শ্রদ্ধা, সম্মান যেন এই গানটির রূপ ধরে আমাদের সামনে এক নতুন দিগন্ত খুলে দেয়। অবিনশ্বরের প্রতি, যাঁর নাম স্বদেশ।

বাংলা ভাষায় তাঁর এই অমর সৃষ্টিকে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন তাঁরই সুযোগ্য পুত্র শ্রী দিলীপ কুমার রায়।  পিতার মতোই বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং একজন সন্ন্যাসী।

সুমধুর এই সংস্কৃত ভাষা বহু প্রাচীন এবং দেবভাষা হিসাবে আদৃত।  মূল গানটির অনুবাদ এতো সুমিষ্ট যে তা আমাদের মনে শুধু দেশপ্রেম নয়, এক আধ্যাত্মিক চেতনারও প্লাবন এনে দেয়।

মূল গান ও তার সংস্কৃত রূপটিকে ভাষ্য-এর মেলবন্ধনে নতুন ভাবে নির্মাণ করলেন খোয়াই কালচারাল এন্ড চ্যারিটেবল অর্গাইনাইজেসনের সদস্যরা।  

স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষের পুণ্য লগ্নে ‘খোয়াই’-এর শ্রদ্ধার্ঘ্য।

 

"ধন ধান্য পুষ্প ভরা"

মূল গানের কথা ও সুর : দ্বিজেন্দ্রলাল রায়
সংস্কৃত অনুবাদ ও সুর : দিলীপ কুমার রায়

ভাষ্য লিখন : শাওনা চক্রবর্ত্তী ঘোষ
ভাষ্য পাঠ : সুচন্দ্রিমা সেনগুপ্ত ও জয়িতা ব্যানার্জী

সঙ্গীত : শরণ্যা মুখোপাধ্যায়, দোলন চ্যাটার্জী, অনুকা মিত্র, মোনালিসা মন্ডল, পাপিয়া চ্যাটার্জী, জ্যোতি ঘোষ, অরিন্দম ঘোষ, সায়ন হাজরা ও সৌরভ চক্রবর্ত্তী।

সিন্থেসাইজার ও সঙ্গীত আয়োজন : অরিন্দম ঘোষ
তবলা : বিশ্বরূপ পালধি
মিউজিক প্রোগ্রামিং : অতীশ
রেকর্ডিস্ট : দীপঙ্কর দাস
শব্দগ্রহণ : আবহ মিউজিক ষ্টুডিও
ভিডিও এডিটিং : সুমনা দত্ত

ভাবনা : জ্যোতি ঘোষ ও অনুকা মিত্র।
পরিকল্পনা ও রূপায়ণ : সৌরভ চক্রবর্ত্তী
মিডিয়া পার্টনার : স্বদেশ টাইমস

প্রযোজনা : খোয়াই কালচারাল এন্ড চ্যারিটেবল অর্গানাইজেসন


0 comments

Sundari Radhe Awae Bani | Saronya Mukhopadhyay

Video By - Saronya Mukhopadhyay

767 Views 20th December, 2021


Redirect to Address page

Updating Subscription details

Redirecting...Please Wait